ফের জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শিক্ষার্থীদের মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। এ সময় ৩০ মিনিটের জন্য মহাসড়ক অবরোধের মধ্য দিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এদিকে অবরোধ চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় বেশ কয়েকটি রোগী বহনকারী গাড়ি ছেড়ে দিতে দেখা যায় শিক্ষার্থীদের। ৩৫ মিনিটের এই অবরোধে র্যাব, এসএসএফসহ বেশ কয়েকটি সরকারি কাজে নিয়োজিত সংস্থাগুলোর গাড়িও আটকে পড়ে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগামীকাল আপিল বিভাগের শুনানিতে শিক্ষার্থীদের পক্ষে রায় না আসলে কঠোর আন্দোলনে যাবেন তারা। তবে, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আন্দোলনের প্রতি সহানুভূতি জানানোর কারণে আজকের অবরোধ কর্মসূচী সংক্ষিপ্ত করা হয়েছে।
এ সময় নাটক ও নাট্যতত্ব বিভাগের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, আমাদের আন্দোলন কোটা সংস্কার আন্দোলন। কোটা বাতিলের আন্দোলন নয়। কোটা প্রথায় কারা কারা থাকবে, সেটা নিরপেক্ষভাবে নির্ধারণ করতে হবে। দেখা যায়, আমাদের পাহাড়ি জনগোষ্ঠী তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। এ বৈষম্যর জন্য কোটা চালু করা হোক। তবে তা দেশের মেধাবী শিক্ষার্থীদের প্রতি বৈষম্য না করে। আমাদের এই আন্দোলন সমতার জন্য। এ দেশে পরিপূর্ণ অধিকার আদায় করতে হবে। এ কোটা বিলুপ্ত ঘোষণা করে সমতার ভিত্তিতে নতুন করে কোটা পদ্ধতি চালু করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম ইমন বলেন, গতকাল অ্যাটর্নি জেনারেল ও সেতু মন্ত্রীর আন্দোলনের প্রতি আন্তরিকতা থাকায় আজকের এ অবরোধ সংক্ষিপ্ত আকারে শেষ করছি। তবে আগামীকালের শুনানিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে রায় না গেলে কঠোর আন্দোলনের দিকে যাবে বৈষম্যবিরোধীরা। একইসঙ্গে আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশে সবাকে জানিয়ে দিতে চাই, দ্রুত কোটা সংস্কার করা হোক এবং শিক্ষার্থীদের দাবি পূরণ করা হোক।
/আহসান/মেহেদী/