ঢাকা     রোববার   ১৩ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ৩০ ১৪৩১

জবি ছাত্রলীগের দোষী নেতাদের প্রটোকলে কেন্দ্রের তদন্ত কমিটি

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২১, ৯ জুলাই ২০২৪  
জবি ছাত্রলীগের দোষী নেতাদের প্রটোকলে কেন্দ্রের তদন্ত কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।

মঙ্গলবার (৯ জুলাই) তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলে অভিযুক্ত নেতা–কর্মীদের প্রটোকল নিয়েই তাদের ঘুরতে দেখা যায়। 

এর আগে, মেয়াদোত্তীর্ণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইনের বিরুদ্ধে মেডিক্যালের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে। এ ছাড়া সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক আকতার হোসাইনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সব টেন্ডার নিয়ন্ত্রণে রাখাসহ বিভিন্ন সময়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগের উদ্ভূত পরিস্থিতিতে সুষ্ঠু তদন্তের লক্ষ্যে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। সাত দিনের মধ্যে সরেজমিনে তদন্ত করে ছাত্রলীগের দপ্তর সেলে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় কমিটির দুই সদস্য ছাত্রলীগের সহসভাপতি তাহসান আহমেদ রাসেল ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হীল বারী জবি ক্যাম্পাসে সরেজমিনে তদন্ত করতে আসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাদের প্রটোকল দিয়ে নিয়ে যান শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। 

এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য তাহসান আহমেদ রাসেল বলেন, ‘আমরা ক্যাম্পাসে এসেছি। তাদের বারবার বলেছি, যেন আমাদের সঙ্গে না আসে। তবে কেউ যদি এসে আমাদের সালাম দেয়, সঙ্গে থাকার চেষ্টা করে, তাহলে আমরা তো আর গায়ে হাত দিতে পারি না! আমরা সর্বোচ্চ বলতে পারি তোমরা সরে যাও, আমাদের আশপাশে থেকো না।’

তিনি বলেন, ‘তাদের যতটুকু বুঝিয়ে বলা যায়, আমরা ততটুকু চেষ্টা করেছি। তবে একটা পর্যায়ে যখন আমরা জবি উপাচার্যের রুমে যাই, তখন তাদের সরাসরি না করে দিই। বলে দিই, আমাদের সঙ্গে তোমরা কেউ আসবে না।’

/লিমন/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়