বৃষ্টি উপেক্ষা করে কুবি শিক্ষার্থীদের বাংলা ব্লকেড কর্মসূচি
কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

সরকারি চাকরির সব গ্রেডে ও সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় বৈষম্যমূলক কোটা নিরসনের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। চতুর্থদিনের মতো বৃষ্টি উপেক্ষা করে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি অংশ অবরোধ করেন। এতে ভোগান্তিতে পড়েন এ সড়কে যাতায়াতকারী লোকজন।
বুধবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীরা এ গুরুত্বপূর্ণ মহাসড়কটি অবরোধ করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলমান রয়েছে।
এদিকে কুবি শিক্ষার্থীদের সঙ্গে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন।
বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মহাসড়কটি অবরোধ করে রাখা হবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। অবরোধ চলাকালীন সময়ে তারা ‘লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘আমার সোনার বাংলায়, বৈষ্যমের ঠাঁই নাই’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে' ইত্যাদি বলে স্লোগান দেন।
এ বিষয়ে ২০১৭-১৮ সেশনের আইন বিভাগের শিক্ষার্থী মো. সাকিব হোসাইন বলেন, ‘সরকারি চাকরিতে কোটা বৈষম্য দূর করে মেধার ভিত্তিতে নিয়োগ চাই। আর নয়, আমরা কর্মসূচি চালিয়ে যাবো।"
এদিকে মহাসড়কে অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। নিকটতম গন্তব্যের যাত্রীদের গাড়ি থেকে নেমে হেঁটে যেতে দেখা গেছে।
চট্টগ্রাম থেকে আসা যাত্রী মো. মিজান বলেন, ‘আমাদের গাড়ির গতি ছিল অনেক। কিন্তু হঠাৎ করে ভার্সিটির ছাত্ররা আমাদের গাড়ির সামনে চলে আসে। তারা আন্দোলন করবে, ক্যাম্পাসে গিয়ে করুক। সারারাত বন্দরের মধ্যে কষ্ট করে এই পর্যন্ত আসছি। আমাদের কোনো খাওয়া, ঘুম, গোসল নেই। এখন কেনো আমাদের এই ভোগান্তি পোহাতে হবে?’
এর আগে, একই দাবিতে গত ৪, ৭ ও ৮ জুলাই ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রায় ৪ ঘণ্টা করে অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
/এমদাদুল/মেহেদী/