হাবিপ্রবি শিক্ষার্থীদের ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ
হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
দেশের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরাও কোটা সংস্কারের দাবিতে ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন।
বুধবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সমবেত হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর থেকে তারা বিভিন্ন শ্লোগান এবং বক্তব্য প্রদানের মাধ্যমে কোটা সংস্কারের দাবি জানান।
এক পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি মিছিল নিয়ে ১নং ফটক এবং ২নং ফটক এলাকা দিয়ে প্রদক্ষিণ করেন। পরে প্রধান ফটক সংলগ্ন বটতলায় মহাসড়ক আটকে অবস্থান নেন। এসময় তারা কোটাবিরোধী বিভিন্ন স্লোগান ও বক্তব্য প্রদান করেন। প্রায় আধাঘণ্টা ধরে রাস্তা অবরোধের ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সড়কে চলাচলকালী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়লেও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
শিক্ষার্থীরা বলেন, সর্বোচ্চ ৫ শতাংশ কোটা থাকতে পারে। এ কোটা প্রথা মেধাবীদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করছে। এই সোনার বাংলায় কোনো বৈষম্য মেনে নেওয়া হবে না।
/সংগ্রাম/মেহেদী/