পাবিপ্রবিতে মৌসুমী ফল উৎসব
পাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশীয় ১০ প্রজাতির মৌসুমী ফল নিয়ে এ উৎসবের আয়োজন করে পাবিপ্রবি প্রেসক্লাব।
শনিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২’তে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কেএম সালাহ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান বলেন, বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের এ ধরনের একটি আয়োজন প্রশংসনীয়। চারদিকে দীর্ঘদিন ধরে অস্থির এক পরিবেশের মাঝে বিশ্ববিদ্যালয়ে এমন আনন্দঘন উৎসবমুখর পরিবেশ দেখতে পারলাম। আশা করি, আগামীদিনেও এমন সুন্দর আয়োজন চালিয়ে যাবে পাবিপ্রবি প্রেসক্লাব।
অনুষ্ঠানে ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. মো. হাবিবুল্লাহ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
/শাহীন/মেহেদী/