শিক্ষার্থীদের ‘রাজাকার’ স্লোগানের প্রতিবাদে ইবি ছাত্রলীগের বিক্ষোভ
ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জেরে রোববার (১৪ জুলাই) দিবাগত রাতে মিছিল করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় মিছিলে তারা প্রতিবাদ স্বরুপ ‘রাজাকার’ শব্দ ব্যবহার করে বিভিন্ন স্লোগান দেন। এর প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টায় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে সমাবেশে মিলিত হয়৷
সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রলীগ সবসময় যৌক্তিক সংস্কার চেয়েছে। কিন্তু এরপরেও প্রধানমন্ত্রীর বক্তব্য না বুঝে প্রতিক্রিয়া করা দুঃখজনক। দেশের পবিত্র মাটিতে যদি কেউ ‘রাজাকার, রাজাকার’ স্লোগান দেয়, তবে তাদের এক বিন্দু ছাড় দেওয়া হবে না। ছাত্রলীগ সবসময় সোচ্চার আছে। বিশ্ববিদ্যালয়ের মাটিতে আর একবারের জন্যও যদি ‘রাজাকার’ বলে স্লোগান দেয়, স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছাত্রলীগ তা সমূলে উৎপাটন করবে।
সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, যারা ‘রাজাকার’ উল্লেখ করে স্লোগান দিয়েছে, আমরা তাদের ঘৃণাভরে প্রত্যাখান করছি। ‘রাজাকার’দের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই, বন্ধুত্ব নেই। ‘রাজাকার’ হয়ে এ দেশে কেউ থাকতে পারবে না। এক মূহুর্তের জন্য আমরা তাদের ছাড় দিবো না। স্বাাধীনতাবিরোধী শক্তিরা সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে দেশে অরাজকতার সৃষ্টি করছে। এই ইবিতে যেমন রাজাকারদের ঠাঁই হবে না, তেমনি বাংলাদেশের মাটিতেও তাদের ঠাঁই হবে না।
/ইদুল/মেহেদী/
- ১৬ দিন আগে মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই যোদ্ধা হৃদয়
- ৪ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ৬ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৭ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৮ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৮ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৮ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৮ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৮ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৮ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৮ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৮ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৮ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৮ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৮ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫