ঢাকা     বুধবার   ২৩ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১০ ১৪৩২

ঢাবিতে কোটা আন্দোলনে গিয়ে তিতুমীর কলেজের ৭ শিক্ষার্থী আহত

তিতুমীর কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ১৫ জুলাই ২০২৪  
ঢাবিতে কোটা আন্দোলনে গিয়ে তিতুমীর কলেজের ৭ শিক্ষার্থী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। আন্দোলনে যুক্ত রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও এ হামলায় আহত হন।

সোমবার (১৫ জুলাই) বিকেলে হামলায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘ঢাকা মেডিকেলে আহত অবস্থায় অন্তত ৭০ শিক্ষার্থী এখন পর্যন্ত জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে তিতুমীর কলেজের ৭ জন শিক্ষার্থীও রয়েছেন।’

তিতুমীর কলেজের আহত শিক্ষার্থীরা হলেন সুজন, শামিম, সাখাওয়াত, আফতাব, সুমনা, আসমানি, জুবায়ের। 

আহত শিক্ষার্থীদের অভিযোগ, বাঁশ ও লাঠিসোটা নিয়ে ইডেন কলেজ, রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর, জিয়া হল, শহীদুল্লাহ হল, বিজয় একাত্তর হল এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে আহত করে। আহতদের বেশিরভাগেরই মাথায় আঘাত পেয়েছে। এছাড়া আহতদের নাক, মুখ এবং হাত-প আঘাতের চিহ্নসহ রক্তাক্ত দেখা গেছে।

তবে ছাত্রলীগের দাবি, আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে চিহ্নিত বিএনপি-জামায়াত-শিবিরের ক্যাডাররা এসে বিজয় একাত্তর হল, জিয়া হলসহ কয়েকটি হলে এসে অতর্কিত হামলা চালায় ও ভাংচুর করে। এতে ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা আহত হয়। ফলে ছাত্রলীগের নেতাকর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং জামায়াত-শিবিরকে ক্যাম্পাস ছাড়া করতে বাধ্য করে।

এর আগে, রোববার (১৪ জুলাই) সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে সোমবার দুপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করেন। একই স্থানে বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ছাত্রলীগ।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে ভিসি চত্বরসহ বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে কোটা আন্দোলনকারীদের অন্তত ৭০ জন আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

/সিয়াম/মেহেদী/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়