জাবিতে শিক্ষার্থীদের ওপর দফায় দফায় ছাত্রলীগ ও বহিরাগতদের হামলা, আহত শতাধিক
জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

অস্ত্র ও লাঠি হাতে শিক্ষার্থীদের উপর হামলাকারীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানরতদের ওপর মধ্যরাতে দ্বিতীয় দফায় হামলা করেছে ছাত্রলীগ ও বহিরাগতরা। এসময় আন্দোলনকারী শিক্ষার্থী-পুলিশ-ছাত্রলীগ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আরও এক শিক্ষক ও সাত সাংবাদিকসহ অন্তত শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে হওয়া এ হামলায় বহিরাগতসহ ছাত্রলীগের দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন। পরে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের ভেতরে আশ্রয় নিলে সেখানে ঢুকে পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীদের ছাত্রলীগ ও বহিরাগতরা মারধর করে বলে জানা গেছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, হামলাকারীদের অধিকাংশের মাথায় হেলমেট ও হাতে ধারালো অস্ত্র ছিল। হামলার সময় দুটি পেট্রোল বোমা ছোঁড়ে তারা। হামলা থেকে বাঁচতে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের ভেতরে আশ্রয় নেন। এ সময় তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান তারা।
এদিকে গভীর রাতে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করতে বিভিন্ন হল থেকে প্রায় দেড় হাজার শিক্ষার্থী বেরিয়ে এসে ভিসির বাসভবন ভাঙচুর করে। সে সময় পুলিশ-ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল ও গুলি করে।
হামলায় ইতিহাস বিভাগের অধ্যাপক খন্দকার লুৎফুল এলাহী গুলিবিদ্ধ হন এবং দর্শন বিভাগের অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর আহত হন। এছাড়া জাবিতে কর্মরত সাত সাংবাদিকসহ শতাধিক শিক্ষার্থী আহত হন।
বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক এমরান জাহান গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ডান চোখে গুরুতর আঘাত পেয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হবে।
গুলিবিদ্ধ শিক্ষক ও আহত সাংবাদিকরা
আহত সাংবাদিকরা হলেন, জুবায়ের আহমেদ (একুশে টিভি), মেহেদি মামুন (বণিক বার্তা), আব্দুর রহমান সার্জিল (দৈনিক বাংলা), ওয়াজহাতুল ওয়াস্তি (জনকণ্ঠ), এস এম তাওহীদ (বাংলা ট্রিবিউন), মুশফিকুর রিজওয়ান (সময়ের আলো), সাকিব আহমেদ (দ্য সাউথ এশিয়ান নিউজ) ও মোসাদ্দেকুর রহমান (যুগান্তর)। আহত ও গুলিবিদ্ধরা এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে প্রথম দফায় ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালান। এর প্রতিবাদে আন্দোলনকারীরা রাত পৌনে ৯টার দিকে উপাচার্য নূরুল আলমের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। রাত সাড়ে ১০টার দিকে উপাচার্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তবে আন্দোলনকারীরা তাদের বিক্ষোভ চালিয়ে যান।
রাত ১২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীরা মিলে আবারও হামলা করতে পারেন— এমন খবরে উপাচার্যের বাসভবন চত্বরে (সীমানাপ্রাচীরের মধ্যে) অবস্থান নেন আন্দোলনকারীরা। তারা উপাচার্যের বাসভবন চত্বরে আশ্রয় নেওয়ার ১০ মিনিট পর বাসভবনের সামনে বহিরাগত সন্ত্রাসীসহ শাখা ছাত্রলীগের দেড় শতাধিক নেতা-কর্মী উপস্থিত হন। তারা উপাচার্যের বাসভবনের প্রাচীরের মূল ফটকের ওপাশ থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে কাচের বোতল ও ইটপাটকেল ছুড়তে থাকেন। একপর্যায়ে হামলাকারীরা উপাচার্যের বাসভবনে প্রবেশ করে আন্দোলনকারীদের মারধর শুরু করেন। একই সময়ে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল ও গুলি ছোঁড়ে।
ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, এখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমাদের কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে তখন আমরা অ্যাকশন নিয়েছি।
/আহসান/মেহেদী/
- ১৬ দিন আগে মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই যোদ্ধা হৃদয়
- ৪ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ৬ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৭ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৮ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৮ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৮ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৮ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৮ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৮ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৮ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৮ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৮ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৮ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৮ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫