ঢাকা     বুধবার   ২৩ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১০ ১৪৩২

থমথমে রাজশাহী কলেজ, ক্লাস-পরীক্ষা স্থগিত

রাজশাহী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ১৬ জুলাই ২০২৪   আপডেট: ১৯:৫৭, ১৬ জুলাই ২০২৪
থমথমে রাজশাহী কলেজ, ক্লাস-পরীক্ষা স্থগিত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে বলে জানা গেছে। এতে থমথমে পরিবেশ বিরাজ করছে রাজশাহী কলেজে। এদিকে ছাত্রলীগের হামলার ঘটনায় ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগ ও বহিরাগত মিলে আতঙ্ক সৃষ্টি করে শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাস ছাড়তে বাধ্য করে।

এর আগে, রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগসহ বহিরাগত মিলে কোটা আন্দোলনকারী ও সাধারণ  শিক্ষার্থীদের মারধর করে। পরে তারা কলেজের বিভিন্ন বিভাগের সামনে স্লোগান ও মিছিল করে শিক্ষার্থীদের ভয় দেখানোর চেষ্টা করে।

জানা গেছে, হামলার কারণে উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের চলমান ইনকোর্স পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস ছেড়ে বাসায় চলে যেতে বলা হয়। তবে আগামীকালও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে কিনা তা জানা যায়নি।

ছাত্রলীগের মারধরে আহত কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী রায়হান কবীর বলেন, ‘ক্লাস শেষ করে আমরা রসায়ন বিভাগের সামনে অবস্থান করছিলাম। আর কামারুজ্জামান ভবনের সামনে হয়ে ছাত্রলীগের একটা মিছিল আসছিল, আমরা সেটা খেয়াল করিনি। তারা পেছন পেছন এসে আমাকে চড়-থাপ্পড় মারতে থাকে। আমি দৌড়ে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের দিকে যাই। সম্ভবত কিছু একটা দিয়ে আঘাত করেছে, পরে শার্ট রক্তে ভিজে গেছে। শরীরের কয়েক জায়গায় জখম হয়েছে।’

রাজশাহী কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহা. আব্দুল খালেক বলেন, ‘এখন ঝামেলা নেই, ছাত্রলীগের ছেলেরা আছে। আমি তখন কলেজ অডিটোরিয়ামে ছিলাম। আমি তো দেখিনি, দু-একজনকে নাকি চড়-থাপ্পড় দিয়েছে। আমি গিয়ে আর কিছু পাইনি। যাদের ক্লাস শেষ হয়েছে, তাদের বের হতে বলা হয়েছে।’

/দুর্জয়/মেহেদী/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়