চট্টগ্রামে বিকেল ৪টায় গায়েবানা জানাযা ও কফিন মিছিল
চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ছবি
কোটা সংস্কারের দাবিতে সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিকেলে 'গায়েবানা জানাযা ও কফিন মিছিল' করবে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৭) জুলাই বিকেল ৪টায় চট্টগ্রামে এ কর্মসূচী পালিত হবে।
সকাল ৮টা ৪৭ মিনিটে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন 'বৈষম্যমূলক কোটাবিরোধী ছাত্র আন্দোলন' চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।
তিনি ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে লিখেছেন, ‘আজ (১৭ জুলাই) চট্টগ্রামে কফিন মিছিল এবং গায়েবী জানাযা হবে। আপাতত ৪টার সময় ঘোষণা করা হয়েছে। কিন্তু আপনারা সবাই প্রস্তুতি নিয়ে আশেপাশে থাকেন। যদি লাশ পাই, তাহলে ৪টার আগেই জানাজা হবে।’
তিনি আরও লেখেন, ‘সবাই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আশেপাশে থাকেন। স্পট ঘোষণা করার সাথে সাথেই যেন সবাই এক হয়ে যেতে পারি।’
তবে কোথায় জানাযা অনুষ্ঠিত হবে, তা লেখেননি। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি অনুযায়ী স্থান নির্বাচন করা হবে।
এদিকে বেলা সাড়ে ১১টায় অপর একটি পোস্টে তিনি লেখেন, ‘আজ চট্টগ্রামের অক্সিজেন মোড়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। আপনারা যে যেভাবে পারেন চলে আসুন। সময়: বিকেল ৩:৩০ ( ১৭জুলাই)।’
এ পোস্টের সঙ্গে রাফি তার নিজের কথা একটি ভিডিও বার্তা যুক্ত করেন। সেখানে বলেন, ‘আপনারা জানেন, গতকাল আমাদের ভাইদের উপর পুলিশ ও সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। ছয়জন ভাই নিহত হয়েছে। তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা আজ চট্টগ্রামের অক্সিজেন মোড়ে ৩টা ৩০ মিনিটে গায়েবানা জানাযা ও কফিন মিছিল করবো। আপনারা চলে আসবেন। কেউ বিচ্ছিন্ন হবেন না, সবাই ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। যেন কেউ আমাদের হামলা করলে তার প্রতিরোধ করতে পারি।’
/মিজান/মেহেদী/
- ১ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ২ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৪ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৪ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৪ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৫ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৫ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৫ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৫ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৫ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৫ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৫ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৫ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৫ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫
- ৫ মাস আগে অগ্নি সন্ত্রাসের বিচার দাবি হাবিপ্রবি শিক্ষকদের