সিন্ডিকেটের হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান জাবি শিক্ষার্থীদের
জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বুধবার (১৭ জুলাই) বিকাল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) সকাল ১০ টায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিন্ডিকেট সভায় হল বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা আন্দোলনের কারণে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে বুধবার (১৭ জুলাই) বিকাল ৪টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিক্ষোভ করছেন জাবির আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা হল থেকে লাঠিসোটা নিয়ে ঝাঁকে ঝাঁকে ক্যাম্পাসে বেরিয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনিক ভবন ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেছে। তাদের সঙ্গে বিভিন্ন হল থেকে দলে দলে লাঠিসোটা নিয়ে এসে যোগ দিচ্ছে শিক্ষার্থীরা। অপরদিকে বিজিবি সদস্যদের ক্যাম্পাসে ঢুকতে দেখা গেছে।
/আহসান/মেহেদী/
- ১ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ২ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৪ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৪ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৪ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৫ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৫ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৫ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৫ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৫ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৫ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৫ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৫ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৫ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫
- ৫ মাস আগে অগ্নি সন্ত্রাসের বিচার দাবি হাবিপ্রবি শিক্ষকদের