ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

হল খোলা রাখার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে ইবি শিক্ষার্থীরা

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ১৭ জুলাই ২০২৪  
হল খোলা রাখার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে ইবি শিক্ষার্থীরা

চলমান কোটা সংস্কার আন্দোলনেকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হলগুলো বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। তবে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা এ ঘোষণা প্রত্যাখ্যান করে হল খোলার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে। 

বুধবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে জমায়েত হয় সহস্রাধিক শিক্ষার্থীরা।

পরে সেখান থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন। সেখানে তারা হল খোলার দাবি জানান। 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলনকে দুর্বল করতে এ ষড়যন্ত্র করা হয়েছে। যখন সারা দেশে কোটা সংস্কার আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছে তখনই আন্দোলনকে থামানোর জন্য তারা এটা করেছে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে হল খোলা দেখতে চাই।

দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

/ইদুল/মেহেদী/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়