শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ চবি শিক্ষক সমাজের
চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রধানমন্ত্রী কর্তৃক বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে হেয় এবং কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক সমাজ (সাদা দল)।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে সম্প্রতি প্রধানমন্ত্রী কর্তৃক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে হেয় করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে কোটাবিরোধী আন্দোলনের নিরীহ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের নারকীয় তাণ্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, যে কোনো যৌক্তিক আন্দোলন একটি গণতান্ত্রিক সমাজে সব মানুষের অধিকার। অথচ ‘প্রত্যয়’ স্কিম প্রত্যাহারের আন্দোলনে নিজেদের অন্তভূক্তির কারণে প্রধানমন্ত্রী শিক্ষকদেরকে ‘তুই তোকারি’ করে যে সংকীর্ণতার পরিচয় দিয়েছেন, তা সমগ্র জাতির জন্য ভীষণ পরিতাপের। এ জাতীয় ভাষা ব্যবহারে শিক্ষকরা যেভাবে মর্মাহত হয়েছেন, তাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুঃখপ্রকাশ ছিল খুবই কাঙ্ক্ষিত। অথচ ঘটনার চারদিন পরেও আমরা তার প্রতিফলন দেখিনি যা শিক্ষকদের ক্ষুব্ধ করেছে।
বিবৃতিতে আরো বলা হয়, একটি উন্নত রাষ্ট্র গঠনে মেধাবীদের অগ্রাধিকার যে কোনো সমাজেরই সাধারণ প্রক্রিয়া। অথচ বাংলাদেশ সৃষ্টির ৫৩ বছর পরেও বিসিএসসহ বিভিন্ন চাকরির নিয়োগে যে পরিমাণ কোটা বিদ্যমান তা এক কথায় মেধাবী জাতি গঠনের অন্তরায়। এ পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের কোটাবিরোধী শান্তিপূর্ণ চলমান আন্দোলন দমনে সরকারদলীয় ছাত্র সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনী যে হামলা চালিয়েছে, তা ভীষণ বেদনা ও ঘৃণার। ফলে অপ্রয়োজনে ঝরে গেছে দশটির বেশি তাজা প্রাণ, যার ক্ষতি অপূরণীয়। তাদের আত্মার মাগফেরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে সাদা দলের শিক্ষকগণ।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমাজ (সাদা দল) স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মীয়মূল্যবোধ, ও বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত একটি শিক্ষক সমাজ।
/মিজান/মেহেদী/
- ১৬ দিন আগে মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই যোদ্ধা হৃদয়
- ৪ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ৬ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৭ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৮ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৮ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৮ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৮ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৮ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৮ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৮ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৮ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৮ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৮ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৮ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫