ঢাকা     রোববার   ০১ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ১৭ ১৪৩১

রাবি প্রশাসনের প্রতীকী জানাজার নামাজ আদায়

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ১৮ জুলাই ২০২৪  
রাবি প্রশাসনের প্রতীকী জানাজার নামাজ আদায়

কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী জানাজার নামাজ আদায় করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে এ জানাজার নামাজ পড়েন তারা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে মারা গেছেন। তাদের অনুমতিতেই আমাদের উপর আইনশৃঙ্খলা বাহিনী হামলা চালিয়েছে। তারা কাপুরুষ ও দালাল। আমরা দোয়া করি, এ প্রশাসন যেন অতিদ্রুত ধ্বংস হয় ও ক্ষমতা হারায়।

প্রতীকী এ জানাজার নামাজ চলাকালে পুলিশ, বিজিসিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অসংখ্য সদস্য উপস্থিত ছিলেন।

/ফাহিম/মেহেদী/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়