রাবিতে কোটা আন্দোলনের সমন্বয়কারীরা বিভক্ত, নতুন কমিটি গঠন
রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বৈষম্যবিরোধী’ ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের মধ্যে বিভক্ত দেখা দিয়েছে। সমন্বয়হীনতার কারণে রোববার (২৮ জুলাই) বিকেলে কেন্দ্র থেকে রাবির ১৭ সদস্য বিশিষ্ট নতুন সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়।
এ ব্যাপারে এক পক্ষ বলছে, যারা সংবাদ সম্মেলন করে আন্দোলন প্রত্যাহার করেছেন, তাদেরকে কোনো একটা মহল চাপ প্রয়োগ করে এ কাজ করিয়েছে।
তবে প্রত্যাহারকারীরা বলছেন, তাদেরকে কোনো চাপ প্রয়োগ করা হয়নি। তাদের প্রধান দাবি মেনে নেওয়া হয়েছে। তাই তারা আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের আট দফা দাবি মানা না হলে, তারা আবারও মাঠে নামবেন।
রাবিতে আন্দোলনে নেতৃত্বদানকারীদের মধ্যে এই সমন্বয়হীনতার কারণে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি বিশ্ববিদ্যালয়ের জন্য ১৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে। এতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া পাঁচজনকে রাখা হয়নি।
এর আগে, আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসা ১৮ শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ না করেই তারা আন্দোলন প্রত্যাহার করেন বলে অভিযোগ করেছে সমন্বয়কারীদের একটি পক্ষ।
নতুন সমন্বয়করা বলছেন, শিক্ষার্থীদের সব দাবি এখনো মানা হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখতে নতুন এ কমিটি করা হয়েছে।
১৭ সদস্যের সমন্বয়কারীর মধ্যে রয়েছেন, গোলাম কিবরিয়া চৌধুরী মিশু, মাসুদ রানা, মেহেদী হাসান মুন্না, নওসাজ জামান, তানভীর আহমেদ রিদম, মেহেদী সজীব, আকিল বিন তালেব, ফুয়াদ রাতুল, ফাহিম রেজা, তাসিন খান, মেহেদী হাসান মারুফ, ফৌজিয়া নৌরিন, সালাউদ্দিন আম্মার, মৃত্তিকা, মাহাদী হাসান মাহির, নুরুল ইসলাম শহীদ ও আতাউল্লাহ।
খোঁজ নিয়ে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনের শুরুর দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ সদস্য বিশিষ্ট একটি সমন্বয়ক কমিটি গঠন করা হয়। তবে এ কমিটি কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কোনো কর্মসূচি দেয়নি। এ কারণে সাধারণ শিক্ষার্থীরা তাদের অবাঞ্ছিত ঘোষণা করেন।
পরে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে ১৮ প্রতিনিধি এ আন্দোলনের নেতৃত্ব দেওয়া শুরু করেন। তাদের প্রধান শর্তই ছিল- কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি দেওয়া। কিন্তু পাঁচ সদস্য কেন্দ্রীয় কর্মসূচির তোয়াক্কা না করে সংবাদ সম্মেলন করে আন্দোলন প্রত্যাহার করেন। এ সব সমন্বয়হীনতার কারণে রোববার বিকেলে কেন্দ্র থেকে রাবির ১৭ সদস্য বিশিষ্ট নতুন সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়।
আন্দোলন প্রত্যাহারকারী মোকাররম হোসেন বলেন, ‘কেউ চাপ দিয়ে আমাদের সংবাদ সম্মেলন করতে বাধ্য করেনি। সংবাদ সম্মেলনের পর অনেকেই আমাদের ভূয়া সমন্বয়ক বলেছে। কিন্তু আমরা সবসময় মাঠে ছিলাম। আমাদেরকে কেউ চাপ দেয়নি। আমরা আন্দোলন থেকে সরে যাইনি। যদি আমাদের আট দফা দাবি মেনে না নেওয়া হয়, তবে আমরা আবার আন্দোলনে নামব।’
এদিকে, কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম সালাউদ্দিন আম্মারকে বিভিন্নভাবে পুলিশি হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিয়তই তিনি হুমকির শিকার হচ্ছেন। এ ছাড়া ছাত্রলীগের দায়ের করা মামলায় তাকে প্রধান আসামী করা হয়েছে বলে জানা গেছে।
তিনি বলেন, ‘আপাতত ফোন বন্ধ রেখেছি। এখন পর্যন্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। তবে আমি আগে যেখানে বাসা নিয়ে থাকতাম ও যেসব জায়গায় আমাকে নিয়মিত দেখা যেত, সেসব জায়গায় বিভিন্ন পরিচয়ে সাদা পোশাকে আমাকে খোঁজা হচ্ছে।’
আন্দোলন প্রত্যাহারের বিষয়ে এ সমন্বয়ক বলেন, ‘যারা এ সংবাদ সম্মেলন করেছেন, তারা কারো সঙ্গে পরামর্শ করে এ কাজ করেননি। আমি সংবাদ সম্মেলন দেখার আগে পর্যন্ত জানতাম না যে, তারা এমন কাজ করবেন। আমি কিছু কিছু জায়গা থেকে শুনতে পেয়েছি যে, তাদের চাপ প্রয়োগ করে এ সংবাদ সম্মেলনটি করানো হয়েছে। আমাদের যে ১৮ জনের শিক্ষার্থী প্রতিনিধি দল ছিল, তাদের প্রায় সবাই নানা অজুহাত দেখিয়ে নিষ্ক্রিয় হয়ে গেছেন। এ কারণে আন্দোলন চালিয়ে নিতে কেন্দ্র থেকে রাবির জন্য ১৭ সদস্য বিশিষ্ট নতুন সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে এখন থেকে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব।’
/ফাহিম/মেহেদী/
- ১ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ২ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৪ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৪ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৪ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৫ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৫ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৫ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৫ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৫ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৫ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৫ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৫ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৫ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫
- ৫ মাস আগে অগ্নি সন্ত্রাসের বিচার দাবি হাবিপ্রবি শিক্ষকদের