ঢাকা     বুধবার   ২৩ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১০ ১৪৩২

গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি চবি শিক্ষকদের

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ৩০ জুলাই ২০২৪   আপডেট: ২১:২৪, ৩০ জুলাই ২০২৪
গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি চবি শিক্ষকদের

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিরপরাধ শিক্ষার্থীদের গ্রেপ্তারের নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকরা।

মঙ্গলবার (৩০ জুলাই) এক বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান। বিবৃতিতে এ পর্যন্ত ৫৭ জন শিক্ষক অংশ নিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে বিগত বেশ কিছুদিন ধরে দেশে চরম অরাজকতা চলছে। এ সময় শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা অব্যহত রয়েছে। এখন পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীসহ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ২০০ জনের অধিক নাগরিককে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে। 

পাশাপাশি বর্তমান আন্দোলন দমনের লক্ষ্যে দমনপীড়নমূলক হয়রানি, মামলা ও গণগ্রেফতার জারি রয়েছে। দমনপীড়নের এ ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্র ফার্সি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আল মাশনূন, নাট্যকলা বিভাগের সায়হাম মাহমুদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের রমজান শেখকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া আরও কিছু শিক্ষার্থীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও বিভিন্ন সূত্র থেকে দাবি করা হচ্ছে। এসব ঘটনা অত্যন্ত অযৌক্তিক ও উদ্বেগজনক।

বিবৃতিতে আরও বলা হয়, চলমান আন্দোলনে ছাত্ররা যদি অংশগ্রহণ করেও থাকেন তা তাদের গণতান্ত্রিক অধিকারের অংশ। তবে তারা কোনোভাবেই সহিংসতার সঙ্গে জড়িত নন। এসব ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করে সব রকম পুলিশি হয়রানির নিন্দা জানিয়ে শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

একইসঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সব হত্যাকারীকে দ্রুত বিচার ও চবিসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তির দাবি জানান।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড.আলী আর রাজী বলেন, অন্যায়ভাবে শিক্ষার্থীদের গ্রেফতারে নিন্দা ও অবিলম্বে মুক্তির বিষয়ে আমরা চবি সাধারণ শিক্ষকবৃন্দ একটি বিবৃতি দিয়েছি। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে যারাই সন্ত্রাসী হামলা করছে, তাদের দ্রুত বিচারের দাবি জানাই। এখন পর্যন্ত যারা গ্রেফতার ও গুম হয়েছে তাদের দ্রুত মুক্তি দেওয়া হোক।

ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. হাসমত আলী বলেন, সাধারণ শিক্ষার্থীদের উপর দমনপীড়নে শিক্ষকরা উদ্বিগ্ন। শিক্ষার্থীদের উপর এমন জঘন্য অত্যাচার ইতোপূর্বে হয়েছে কি-না, আমার জানা নেই। নিরপরাধ শিক্ষার্থীদের উপর হামলা বন্ধ করতে হবে। চবিসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রেফতারকৃত শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

/মিজান/মেহেদী/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়