গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি চবি শিক্ষকদের
চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিরপরাধ শিক্ষার্থীদের গ্রেপ্তারের নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকরা।
মঙ্গলবার (৩০ জুলাই) এক বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান। বিবৃতিতে এ পর্যন্ত ৫৭ জন শিক্ষক অংশ নিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে বিগত বেশ কিছুদিন ধরে দেশে চরম অরাজকতা চলছে। এ সময় শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা অব্যহত রয়েছে। এখন পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীসহ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ২০০ জনের অধিক নাগরিককে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে।
পাশাপাশি বর্তমান আন্দোলন দমনের লক্ষ্যে দমনপীড়নমূলক হয়রানি, মামলা ও গণগ্রেফতার জারি রয়েছে। দমনপীড়নের এ ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্র ফার্সি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আল মাশনূন, নাট্যকলা বিভাগের সায়হাম মাহমুদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের রমজান শেখকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া আরও কিছু শিক্ষার্থীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও বিভিন্ন সূত্র থেকে দাবি করা হচ্ছে। এসব ঘটনা অত্যন্ত অযৌক্তিক ও উদ্বেগজনক।
বিবৃতিতে আরও বলা হয়, চলমান আন্দোলনে ছাত্ররা যদি অংশগ্রহণ করেও থাকেন তা তাদের গণতান্ত্রিক অধিকারের অংশ। তবে তারা কোনোভাবেই সহিংসতার সঙ্গে জড়িত নন। এসব ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করে সব রকম পুলিশি হয়রানির নিন্দা জানিয়ে শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
একইসঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সব হত্যাকারীকে দ্রুত বিচার ও চবিসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তির দাবি জানান।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড.আলী আর রাজী বলেন, অন্যায়ভাবে শিক্ষার্থীদের গ্রেফতারে নিন্দা ও অবিলম্বে মুক্তির বিষয়ে আমরা চবি সাধারণ শিক্ষকবৃন্দ একটি বিবৃতি দিয়েছি। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে যারাই সন্ত্রাসী হামলা করছে, তাদের দ্রুত বিচারের দাবি জানাই। এখন পর্যন্ত যারা গ্রেফতার ও গুম হয়েছে তাদের দ্রুত মুক্তি দেওয়া হোক।
ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. হাসমত আলী বলেন, সাধারণ শিক্ষার্থীদের উপর দমনপীড়নে শিক্ষকরা উদ্বিগ্ন। শিক্ষার্থীদের উপর এমন জঘন্য অত্যাচার ইতোপূর্বে হয়েছে কি-না, আমার জানা নেই। নিরপরাধ শিক্ষার্থীদের উপর হামলা বন্ধ করতে হবে। চবিসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রেফতারকৃত শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
/মিজান/মেহেদী/
- ১৭ দিন আগে মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই যোদ্ধা হৃদয়
- ৪ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ৬ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৮ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৮ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৮ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৮ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৮ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৮ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৮ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৮ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৮ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৮ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৮ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৮ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫