কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীর পাশে জবি
জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আহসান হাবিব তামিমের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভাগের পক্ষ থেকেও সহযোগিতা করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) নিহত তামিমের পরিবারের সঙ্গে দেখা করে যে কোনো প্রয়োজনে পাশে থাকার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জবির গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমানের নেতৃত্বে বিভাগীয় শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও ছাত্র কল্যাণ পরিচালক ড. জিএম আল-আমিন সাক্ষাৎ করেন।
নিহত তামিমের রূহের মাগফিরাত কামনা করেন ও তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এ সময় গণিত বিভাগের পক্ষ থেকে তামিমের বাবাকে আর্থিক এবং খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়।
এ সময় প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তামিমের পরিবারের পাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় আছে বলে আস্বস্ত করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তামিমের পরিবারকে আর্থিকসহ সব ধরণের সহযোগিতা করা হবে বলে অবহিত করেন। আগামী সপ্তাহে তামিমের পরিবারের সদস্যদের বিশ্ববিদ্যালয়ে আসার অনুরোধ করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা উপাচার্যের নির্দেশে তামিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছি। তার বিভাগের শিক্ষকরাও সাক্ষাৎ করে সহায়তা করেছেন। আগামী সপ্তাহে তাদের বিশ্ববিদ্যালয়ে আসার অনুরোধ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন তামিমের পরিবারকে আর্থিকসহ সব ধরণের সহযোগিতা করবে।
তিনি আরও বলেন, আহসান হাবিব তামিমের নিহত হওয়ার সংবাদ জানার পর থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তামিমের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছি। উপাচার্যের নির্দেশ মোতাবেক বিভিন্ন কর্ম-পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে প্রতিনিয়ত প্রক্টর অফিস থেকে খোঁজ নিয়ে আর্থিক সহযোগিতার নিশ্চিত করা হচ্ছে। আমাদের কোনো শিক্ষার্থীর আর্থিক সহযোগিতা প্রয়োজন হলে কিংবা হয়রানির শিকার হলে আমরা সবসময়ই পাশে আছি।
এর আগে, গত শুক্রবার (১৯ জুলাই) কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় মিরপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হোন আহসান হাবিব তামিম। পরের সকালে নোয়াখালীর গ্রামের বাড়িতে তার লাশ দাফন করা হয়।
/লিমন/মেহেদী/
- ১৬ দিন আগে মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই যোদ্ধা হৃদয়
- ৪ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ৬ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৭ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৮ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৮ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৮ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৮ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৮ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৮ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৮ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৮ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৮ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৮ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৮ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫