ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

বৃষ্টি উপেক্ষা করে ইবিতে ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ পালিত

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ১ আগস্ট ২০২৪   আপডেট: ২১:১৯, ১ আগস্ট ২০২৪
বৃষ্টি উপেক্ষা করে ইবিতে ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থীদের স্মরণে ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় মুষলধারে হওয়া বৃষ্টির মধ্যে শিক্ষার্থীরা জড়ো হয়ে মিছিলে অংশ নেন৷ এ সময় গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি থাকলেও তা বৃষ্টির কারণে বাস্তবায়ন করতে পারেননি তারা।

মিছিলে শিক্ষার্থীদের স্টপ ডিকটরশিপ, উই ওয়ান্ট জাস্টিস অফ জেনোসাইড, এই ফাল্গুনেই আমরা দ্বিগুণ হচ্ছি তবে জেলখানায় নয় রাজপথে, সেইভ বাংলাদেশী স্টুডেন্টস সহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাবি জানাতে দেখা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এসএম সুইট বলেন, রোদ ঝড় বৃষ্টি আমাদের আটকে রাখতে পারবে না, আপনারা তা আজকের কর্মসূচি সফল করার মাধ্যমে প্রমাণ করেছেন। বলতে বাধা নেই, একটা স্বৈরাচার রাজ্যে বসবাস করছি, যারা জনগণের মতামতকে মূল্য দেয় না। এক মাসেরও বেশি সময় ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু সরকার হামলা করে মামলা দিয়ে আমাদের দমানোর চেষ্টা করলো। 

তিনি আরও বলেন, আমাদের পেছনে ফেরার পথ বন্ধ করে দিয়েছে। তর্কের খাতিরে যদি আপনার কথা মেনেও নেই, তবে আমার যে দুই শতাধিক ভাইয়ের রক্ত গেছে তাদের দায় কে নেবে? খুনিরা বাইরে এখনো কিভাবে ঘুরে বেড়ায়? ছাত্র সমাজের সঙ্গে লাগতে আসবেন না। আমরা লড়াইয়ের শেষ দেখতে চাই। আমাদের কথা পরিষ্কার, রক্তের উপর দিয়ে আমরা কোনো সংলাপে যেতে চাই না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, যদি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে নিজের পদ থেকে সড়ে যান।

/ইদুল/মেহেদী/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়