মুগ্ধসহ সব হত্যার বিচার চেয়ে খুবি শিক্ষকদের ৬ দাবি
খুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়গুলোসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া হামলা ও সহিংসতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) মেধাবী ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) হত্যার বিচারসহ ছয় দফা দাবি জানায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির সভাপতি অধ্যাপক ড. এস. এম. ফিরোজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ২ সপ্তাহে বিশ্ববিদ্যালয়গুলোসহ বিভিন্ন স্থানে ঘটে যাওয়া হামলা ও সহিংসতায় বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মুগ্ধসহ সব নিহতের ঘটনায় শিক্ষক সমিতি গভীরভাবে মর্মাহত। নিহতদের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে। এর সঙ্গে যে বা যারা জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সবাইকে বিচারের আওতায় আনা এবং আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জোর দাবি জানাচ্ছি।
বিজ্ঞপ্তিতে আরও সুনির্দিষ্ট ছয় দাবির কথা উল্লেখ করা হয়, শিক্ষার্থীসহ অন্যান্য সবার নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার করা। আহতদের সুচিকিৎসা ও নিহতদের ক্ষতিপূরণ প্রদান করা। নিরীহ ও নিরপরাধ শিক্ষার্থীসহ অন্য সকলের হয়রানি না করা। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর অসাদাচরণের তীব্র নিন্দা জানানো এবং একইসঙ্গে এ সমস্ত ঘটনার তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। সারাদেশে নাশকতা সৃষ্টিকারীদের সঠিকভাবে চিহ্নিত করে আইনের আওতায় আনা।
এসব দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান করে সরকার ও সংশ্লিষ্ট সব মহল ধৈর্য, সহনশীলতা ও বিচক্ষণতার সঙ্গে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করে শিক্ষাঙ্গনসহ সারাদেশে দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় বিবৃতিতে।
/হাসিব/মেহেদী/
- ১ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ২ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৪ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৪ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৪ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৫ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৫ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৫ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৫ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৫ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৫ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৫ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৫ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৫ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫
- ৫ মাস আগে অগ্নি সন্ত্রাসের বিচার দাবি হাবিপ্রবি শিক্ষকদের