নিরপরাধ শিক্ষার্থীদের পাশে চবি প্রশাসন
চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে বিশেষ সহায়তা করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দুজন সহকারী প্রক্টরের সঙ্গে যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অহিদুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞাপ্তিতে সহায়তার বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রিক সহিংসতা ও আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার অভিযান চলাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সার্বিক সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
কোন শিক্ষার্থী হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয়ে দুজন সহকারী প্রক্টর ড. হেলাল উদ্দিন আহম্মদ (০১৮২৩-৫১৯৮৬৯) ও ড. রন্টু দাশের (০১৮১৮-৭৪৪৩৯৩) সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
একইসঙ্গে বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন অহেতুক হয়রানির শিকার না হয়, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অহিদুল আলম রাইজিংবিডিকে জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরপরাধ কোনো শিক্ষার্থী যাতে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক অহেতুক হয়রানির শিকার না হয়, সে জন্য আমরা তৎপর আছি। নিরপরাধ কেউ হয়রানির শিকার হলে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।
/মিজান/মেহেদী/
- ১৮ দিন আগে মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই যোদ্ধা হৃদয়
- ৪ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ৬ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৮ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৮ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৮ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৮ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৮ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৮ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৮ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৮ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৮ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৮ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৮ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৮ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫