ঢাকা     বুধবার   ২৩ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১০ ১৪৩২

নিরপরাধ শিক্ষার্থীদের পাশে চবি প্রশাসন

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ১ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:১৪, ৩ আগস্ট ২০২৪
নিরপরাধ শিক্ষার্থীদের পাশে চবি প্রশাসন

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে বিশেষ সহায়তা করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। এ বিষয়ে  বিশ্ববিদ্যালয়ের দুজন সহকারী প্রক্টরের সঙ্গে যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অহিদুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞাপ্তিতে সহায়তার বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রিক সহিংসতা ও আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার অভিযান চলাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সার্বিক সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

কোন শিক্ষার্থী হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয়ে দুজন সহকারী প্রক্টর ড. হেলাল উদ্দিন আহম্মদ (০১৮২৩-৫১৯৮৬৯) ও ড. রন্টু দাশের (০১৮১৮-৭৪৪৩৯৩) সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

একইসঙ্গে বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন অহেতুক হয়রানির শিকার না হয়, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অহিদুল আলম রাইজিংবিডিকে জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরপরাধ কোনো শিক্ষার্থী যাতে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক অহেতুক হয়রানির শিকার না হয়, সে জন্য আমরা তৎপর আছি। নিরপরাধ কেউ হয়রানির শিকার হলে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।

/মিজান/মেহেদী/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়