ফেসবুকে পোস্ট দিয়ে বাকৃবি ছাত্রলীগ কর্মীদের অব্যাহতি
বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফেসবুকে পোস্ট দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ থেকে অব্যাহতি নিচ্ছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (২ আগস্ট) এ সম্পর্কিত বেশ কিছু ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বাকৃবি ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী অব্যাহতি নিয়েছিলেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে যারা বিভিন্ন হল, অনুষদ ও বিভাগের বিভিন্ন পর্যায়ে পদ নিয়ে শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তারা নিজেদের ফেসবুক প্রোফাইলে পোস্ট শেয়ার করে ছাত্রলীগের রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন। এ ছাড়াও অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে ভবিষ্যতে সম্পৃক্ত না হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। অন্তত শতাধিক শিক্ষার্থী রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন বলে বাকৃবি শাখা ছাত্রলীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্রে জানা যায়, নিজের বিবেকবোধ ও আত্ম-অনুশোচনা, দেশ ও দেশের মানুষের স্বার্থে, বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্রব্যবস্থা, মা-বোন-ভাইদের ওপর হামলা ইত্যাদি বিবেচনায় নিয়ে তারা ছাত্রলীগের পরিচয় থেকে অব্যাহতি নিচ্ছেন।
অব্যাহতির ঘোষণা দিয়ে ভেটেরিনারি অনুষদের এক ছাত্রলীগের এক কর্মী ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি ছোট থেকে ভাষা আন্দোলন, ছয় দফা, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধের চেতনা নিজের মধ্যে ধারণ করে বড় হয়েছি। ছাত্রদের হাত ধরে ন্যায়ের পক্ষে অকাতরে প্রাণ দেওয়ার ব্যথা অনুভব করে বড় হয়েছি। আমি যে ছাত্র রাজনীতির স্বপ্ন দেখেছি, যে ছাত্র রাজনীতি চেয়েছি, সেটা নিতান্তই ছাত্রদের অধিকারের জন্য। বর্তমান পরিস্থিতিতে সংঘটিত ঘটনাগুলোর জন্য আমি অত্যন্ত লজ্জিত। আমি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো। আমি ছাত্র রাজনীতির বাইরে থেকে মানুষের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা করা সম্ভব, করে যাবো। আজ থেকে, এ মুহূর্ত থেকে, সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ফজলুল হক হল ইউনিট থেকে অব্যাহতি নিচ্ছি।’
শহিদ শামসুল হক হলের আরেক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, আমি বাকৃবি শাখা ছাত্রলীগের একজন সাধারণ কর্মী। এ পরিচয়ের চেয়ে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে পরিচয় দেওয়াটা গর্বের এবং গৌরবের। ছাত্র রাজনীতির এ সময়ে পেয়েছি সিনিয়রদের অকৃত্তিম ভালোবাসা, জুনিয়রদের সম্মান এবং বন্ধুদের সহযোগিতা, যা আমার স্মৃতিতে চির অম্লান। নিজের বিবেকবোধ ও আত্ম-অনুশোচনা থেকে, দেশ ও দেশের মানুষের স্বার্থে, বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্র ব্যবস্থা, মা-বোন-ভাইদের ওপর হামলা- এ সব অবস্থা বিচার বিবেচনা করে আমি আমার ছাত্রলীগ কর্মী পরিচয় থেকে অব্যাহতি নিচ্ছি।’
এ বিষয়ে জানতে চাইলে ফজলুল হক হল ইউনিটের ছাত্রলীগের সক্রিয় কর্মী ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিফাত সালেহিন রাইজিংবিডিকে বলেন, ‘আমরা যে ছাত্ররাজনীতির স্বপ্ন দেখেছি, যে ছাত্ররাজনীতি চেয়েছি, সেটা নিতান্তই ছাত্রদের অধিকারের জন্য। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সংঘটিত ঘটনাগুলোর জন্য আমি অত্যন্ত লজ্জিত। তাই আমরা সবাই সম্মিলিতভাবে ছাত্রলীগের রাজনীতি থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের আশরাফুল হক হল ইউনিটের আরেকজন সক্রিয় কর্মী রাইজিংবিডিকে জানান, সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার মাধ্যমে বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগ তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে। হলের প্রথম বর্ষ থেকে স্নাতকোত্তর শ্রেণী পর্যন্ত বিবেকবান সবাই মিলে আমরা সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করেছি ছাত্রলীগের রাজনীতি থেকে অব্যাহতি নেওয়ার জন্য। যারা সিদ্ধান্ত নিয়েছিলাম, সবাই মিলেই একযোগে আজ পোস্ট করে জানিয়ে দিয়েছি।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, কেউ যদি রাজনীতি করতে না চান, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমরা কাউকে জোর করে রাজনীতি করাই না। তারা এতোদিন ছিলেন নিজের ইচ্ছায়। এখন যদি রাজনীতি করতে না চান, এটা তাদের সিদ্ধান্ত। এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই।
/লিখন/মেহেদী/
- ১ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ২ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৪ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৫ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৫ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৫ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৫ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৫ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৫ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৫ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৫ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৫ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৫ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৫ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫
- ৫ মাস আগে অগ্নি সন্ত্রাসের বিচার দাবি হাবিপ্রবি শিক্ষকদের