এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
এক দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।
রোববার (৪ আগস্ট) দুপুর ১১টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে সমবেত হন। পরে একটি মিছিল নিয়ে তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী স্কুল, কলেজ ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেনে কয়েক হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিক্ষোভ করছেন। সাভার-আশুলিয়া থেকে আসা আন্দোলনকারীদের প্রত্যেকের হাতেই লাঠিসোঁটা দেখা গেছে। এতে করে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিষেবার বাহনগুলো চালু রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ অব্যাহত রয়েছে।
অবরোধ চলাকালে তারা ‘দফা এক দাবি এক, স্বৈরাচার নিপাত যাক’, ‘এক দুই তিন চার, খুনি হাসিনা গদি ছাড়’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র-জনতা জেগেছে’, ‘আমার ভাই কবরে, পুলিশ কেনো বাইরে’ প্রভৃতি স্লোগান দেন।
জাবি শাখার অন্যতম সমন্বয়ক আহসান লাবিব বলেন, এক দফা দাবিতে রাস্তায় নেমেছি। স্বৈরাচার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। গণভবন জনগণের ভবন, স্বৈরাচারির অবস্থান সেখানে হবে না। আমরা জনগণকে মুক্তি দিতে নতুন মুক্তিযুদ্ধ শুরু করেছি। জনগণকে রাস্তায় নামার অনুরোধ জানাচ্ছি।
তৌহিদ মোহাম্মদ সিয়াম নামে আরেক সমন্বয়ক বলেন, জাহাঙ্গীরনগরে আজকে অন্তত ২০ হাজার লোকের সমাগম হয়েছে। সবার চোখে-মুখে মুক্তির ছাপ লক্ষ করছি। ছাত্র-জনতার বিজয় সুনিশ্চিত।
এর আগে, শনিবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
/আহসান/মেহেদী/
- ১৪ দিন আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ২ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৩ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৪ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৪ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৪ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৪ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৪ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৪ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৪ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৪ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৪ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৪ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫
- ৪ মাস আগে অগ্নি সন্ত্রাসের বিচার দাবি হাবিপ্রবি শিক্ষকদের
- ৪ মাস আগে রংপুরে পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, নিহত ২