ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

১৭ বছর পর সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল

সোহরাওয়ার্দী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ৬ আগস্ট ২০২৪  
১৭ বছর পর সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল

দীর্ঘ ১৭ বছর পর সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদ দখলে নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (৬ আগস্ট) বিজয় উল্লাস শেষে সন্ধ্যার দিকে ছাত্র সংসদটি দখলে নেন তারা।

তবে ছাত্র সংসদ দখলের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, ক্যাম্পাসে আমরা কোনো ছাত্র রাজনীতি চাই না! এখানে কোনো ছাত্রলীগ, ছাত্রদল, শিবির থাকতে পারবে না। এটা সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস, এখানে রাজনীতি চলবে না।

তারা আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের সম্মতিক্রমে যদি সাধারণ শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত অরাজনৈতিক কোনো ব্যক্তিকে ছাত্র সংসদের দ্বায়িত্ব দেওয়া হয়, তারা মেনে নিবে। এছাড়াও ছাত্র সংসদ কারো দখলে নিতে দেওয়া হবে না।

এদিকে ছাত্র সংসদ দখলে নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন।

তিনি বলেন, এখানে আসলে দখলে নেওয়ার কোনো বিষয় না। আপনারা জানেন, এতদিন এখানে স্বৈরাচারী সরকারের প্রতিনিধিরা রাজত্ব কায়েম করে আসছিল। তারা শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা আদায় করতো। তাদের হটিয়ে আজ আমরা ক্যাম্পাসে প্রবেশ করেছি।

তিনি আরও বলেন, এখন থেকে এ ক্যাম্পাস সবার, আমরা সবাই এখানে মিলেমিশে থাকতে চাই। এ সংসদ সবার, এখানে সবাই আসবে বসবে। কাউকে বাঁধা দেওয়া হবে না। আমরা সবাই মিলে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাব।

/ইয়াছিন/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়