ঢাকা     সোমবার   ২১ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৮ ১৪৩২

‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে গুলিবিদ্ধ কাইয়ুম মারা গেছেন 

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ৬ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:৫০, ৬ আগস্ট ২০২৪
‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে গুলিবিদ্ধ কাইয়ুম মারা গেছেন 

মো. আবদুল কাইয়ুম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী মো. আবদুল কাইয়ুম। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। 

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সাভারের এনাম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুল কাইয়ুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।   

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (৫ আগস্ট) ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগ দিলে সাভারের নিউমার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন আব্দুল কাইয়ুম। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে সাভারের এনাম হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

নিহত আব্দুল কাইয়ুম সাভারের সিআরপি হাসপাতালের পার্শ্ববর্তী টগরমুড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ কফিল উদ্দিনের ছেলে। পরিবারে দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট। 

আবদুল কাইয়ুমের সহপাঠী আহমেদ তাশরিফ বলেন, ‘কাইয়ুম মারা গেছে। বর্তমানে আমি তার বাড়িতেই আছি। বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।’

/এমদাদুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়