শিক্ষার্থীদের দখলে জবির ছাত্র সংসদ অফিস
জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ছাত্র সংসদ অফিসের তালা ভাঙছেন এক শিক্ষার্থী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্র সংসদের জন্য বরাদ্দকৃত অফিসের তালা ভেঙে ফেলেছেন শিক্ষার্থীরা। ভিতরে প্রবেশ করে অফিসের মধ্যে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ভাঙচুর করেন তারা।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যাক্তিদের কারও উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে কখনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি। তবে অবকাশ ভবনের দ্বিতীয় তলায় ছাত্র সংসদের অফিসের জন্য একটি কক্ষ বরাদ্দ ছিল। ছাত্র সংসদের এ অফিস কক্ষটি আগে থেকেই দখল করে নিজেদের রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা। মঙ্গলবার শিক্ষার্থীরা অফিসটির তালা ইট দিয়ে ভেঙে ভিতরে প্রবেশ করেন। এরপর ভিতরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ভাঙচুর করেন তারা।
রাকিব হোসেন নামে জবির এক শিক্ষার্থী বলেন, ছাত্র সংসদের জন্য বরাদ্দকৃত অফিস এতদিন ছাত্রলীগ দখল করে রেখেছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আজ তালা ভেঙে তা উদ্ধার করছেন।
তিনি বলেন, স্বৈরাচারের পতন হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের জয় হয়েছে। ছাত্র সংসদের অফিস কক্ষ এখন থেকে সাধারণ শিক্ষার্থীরা ব্যবহার করবে।
/লিমন/মেহেদী/