ঢাকা     সোমবার   ২১ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৮ ১৪৩২

১৭ বছর পর নাটোর বিএনপির অফিসে নেতাকর্মীর ঢল

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ৬ আগস্ট ২০২৪   আপডেট: ২০:৪৭, ৬ আগস্ট ২০২৪
১৭ বছর পর নাটোর বিএনপির অফিসে নেতাকর্মীর ঢল

দীর্ঘ ১৭ বছর পর নাটোরে জেলা বিএনপির অফিসে হাজার হাজার নেতাকর্মীর ঢল নেমেছে। এ সময় উৎসাহী নেতাকর্মীরা একটি শান্তি মিছিল বের করেন।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে এ শান্তি মিছিল বের করা হয়।

মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কানাইখালী এলাকায় সামনে এসে এক সমাবেশ করে। এরপরে মিছিলটি পুনরায় বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতাকর্মীরা দলে দলে জড়ো হতে থাকেন জেলা বিএনপির কার্যালয়ের সামনে। সেখান থেকে মিছিল শুরু করেন নেতাকর্মীরা। তাদের স্লোগানে স্লোগানে মুখোরিত হয়ে ওঠে পুরো রাজপথ। এ সময় তাদের হাতে বিএনপির নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি দেখা যায়।

হুমায়ূন আহমেদ নামে বিএনপির এক কর্মী বলেন, আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি। ঈদের দিনের মতো আনন্দ লাগছে। এত বছর খুনি হাসিনার অত্যাচার-নির্যাতনে আমরা ঘর থেকে বের হতে পারিনি। হামলা-মামলা দিয়ে আমাদের আটকানো হয়েছে। আজ মনে হচ্ছে, নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছি।

রায়হান নামে আরেক কর্মী বলেন, আজ প্রাণ ফিরে পেয়েছি। স্বাধীনভাবে চলাচল করতে পারছি। দীর্ঘ কত বছর আমাদের এ অফিসে আসতে পারিনি। আমাদের মারধর, নির্যাতন করা হয়েছে। আজ আমরা স্বাধীন। বিএনপি নেতা দুলু ভাইয়ের হাত ধরে আবার আমরা নতুন করে রাজনীতি শুরু করবো। দেশের মানুষের জন্য কাজ করবো।

সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দীর্ঘ ১৭ বছর জালিম শাসকের হাতে দেশ পরিচালনা হয়েছে। ছাত্র সমাজ, সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের আন্দোলনের মাধ্যমে অবৈধ খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু আমাদের সব ধর্ম-বর্ণের সাধারণ জনগণসহ কারও ওপর যেন কোনো ধরনের আঘাত না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

এ সময় ভার্চুয়ালি আরও বক্তব্য রাখেন— জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, যুবদলের সভাপতি আব্দুল হাই তালুকদার ডালিম, বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ জনি প্রমুখ।

/আরিফুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়