ঢাকা     শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১০ ১৪৩১

বেরোবিতে প্রক্টরসহ ৬ শিক্ষকের পদত্যাগ

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ৭ আগস্ট ২০২৪  
বেরোবিতে প্রক্টরসহ ৬ শিক্ষকের পদত্যাগ

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের প্রভাব পড়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)। সাবেক এ প্রধানমন্ত্রীর পদত্যাগের পর চলমান পরিস্থিতিতে বেরোবির গুরুত্বপূর্ণ পদে থাকা শিক্ষকরাও একে একে পদত্যাগ করা শুরু করছেন।

বুধবার (৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী।

তিনি জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম, পরিবহন পরিচালক ড. কামরুজ্জামান, গ্রন্থাগার পরিচালক অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার ও বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. বিজন মোহন চাকী, বহিরঙ্গন পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী, ছাত্র উপদেষ্টা সৈয়দ আনোয়ারুল আজিম তাদের নিজ নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। আজ (বুধবার) রেজিস্ট্রারের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগের বিষয়ে অতিরিক্ত পরিচালক আরও জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের এসব পদ থেকে পদত্যাগ করেছেন বলে তারা তাদের পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন।

এর আগে, সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশত্যাগে বাধ্য হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেরোবিতে শুরু হয় এ পদত্যাগের হিড়িক।

/আমিরুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়