ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

জাবিতে প্রক্টর ও ২ হলের প্রাধ্যক্ষ পদে রদবদল

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ৭ আগস্ট ২০২৪  
জাবিতে প্রক্টর ও ২ হলের প্রাধ্যক্ষ পদে রদবদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর এবং শহিদ তাজউদ্দীন আহমদ ও ফজিলতুন্নেসা হলের প্রাধ্যক্ষ পদে পরিবর্তন এসেছে। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে ড. আলমগীর কবিরের স্থলে সাময়িকভাবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. রুবেল দায়িত্ব পালন করবেন।

এছাড়া শহীদ তাজউদ্দীন আহমদ হল ও ফজিলতুন্নেসা হলের প্রাধ্যক্ষ হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তার এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফসানা হক।  

বুধবার (৭ আগস্ট) ভার্চুয়ালি আয়োজিত এক জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৭ আগস্ট) জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ফজিলতুন্নেসা হলের প্রাধ্যক্ষ ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে হলটির ওয়ার্ডেন এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফসানা হককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাধ্যক্ষ হিসেবে সাময়িক দায়িত্ব প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, শহিদ তাজউদ্দীন আহমদ হলের প্রাধ্যক্ষ এবং পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে হলটির ওয়ার্ডেন ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাধ্যক্ষ হিসেবে সাময়িক দায়িত্ব প্রদান করা হলো। 

অন্য বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীরের আবেদনের প্রেক্ষিতে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. রুবেলকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো।

উভয় বিজ্ঞপ্তিতেই বলা হয়, নতুন দায়িত্বপ্রাপ্তরা সবাই প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৫ জুলাই রাতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীরা। এতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ শতাধিক আহত হন। এ ঘটনার সময় প্রক্টর আলমগীর কবির তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে দাবি করেন শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে গত মঙ্গলবার (৫ আগস্ট) পদত্যাগপত্র জমা দেন তিনি।

/আহসান/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়