কুবিতে হল খুলবে রোববার, ক্লাস শুরু সোমবার
কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলো আগামী রোববার খুলে দেওয়া হবে বলে জানা গেছে। এছাড়া ১২ আগস্ট থেকে অনলাইনে ও ২৫ আগস্ট থেকে সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হবে।
বুধবার (৭ আগস্ট) আয়োজিত বিশ্ববিদ্যালয়ের ৯৯তম জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভা শেষে রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফএম আবদুল মঈন।
তিনি বলেন, আগামী রোববার (১১ আগস্ট) সকালে হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। শুধু বৈধ শিক্ষার্থীরাই আবাসিক হলগুলোতে থাকতে পারবে। ছাত্রত্ব নেই এমন কেউ হলে থাকতে পারবেন না। পাশাপাশি মেধার ভিত্তিতে হলের আসন বন্টন করা হবে। এছাড়া আগামী ১২ আগস্ট থেকে অনলাইনে ক্লাস শুরু। তবে আগামী ২৫ আগস্ট থেকে পুরোপুরি সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হবে।
এর আগে, গত ১৭ জুলাই ৯৮তম জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
/এমদাদুল/মেহেদী/