নথি নিয়ে পালানোর সময় জবি কর্মকর্তারা আটক
জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালানোর সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একটি গাড়িসহ কর্মকর্তাদের আটক করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কর্মকর্তারা গাড়িটিতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ক্যাম্পাস থেকে গাড়িটি নিয়ে বের হলে জবি শিক্ষার্থীরা খবর পেয়ে পিছু নেন। পরে নিম্ন আদালতের সামনে আসলে তারা গাড়িটি আটক করে ক্যাম্পাসে নিয়ে যান এবং নথিপত্র উদ্ধার করেন। নথি উদ্ধারের পর কর্মকর্তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
উপস্থিত শিক্ষার্থীরা জানান, তাদের কাছে খবর আসে সাদা রঙের একটা মাইক্রোবাসে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পাওয়ার পর ওই মাইক্রোবাসকে ধাওয়া করেন শিক্ষার্থীরা। গাড়িটি ক্যাম্পাস থেকে বের হয়ে নিম্ন আদালত এলাকায় পৌঁছালে তারা গাড়িটি আটক করতে সক্ষম হন। পরে নথিপত্রসহ গাড়িটি উদ্ধার করে ক্যাম্পাসে নিয়ে আসেন। পরে সেসব নথি বিশ্ববিদ্যালয়ে ফেরত দেওয়া হয়।
এদিকে নথি নিয়ে পালানোর অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ফটকে তালা দেন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পরে অবশ্য তালা খুলে দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, উদ্ধার হওয়া নথির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত আলোচিত শিক্ষক নাসির আহম্মেদের নথিও ছিল। এই শিক্ষক হাইকোর্ট থেকে রায় পেয়ে বিশ্ববিদ্যালয়ে পুনরায় যোগদানের অপেক্ষায় আছেন।
শিক্ষার্থীরা আরও জানান, উপাচার্যসহ সবাইকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করার আগে তারা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে কেনো পালিয়ে যাবেন? আমরা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকার সম্পত্তি কিংবা গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হতে দিতে পারি না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আলী আহাম্মেদ আরাফ বলেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালানোর সময় আমরা একটি মাইক্রোবাস আটক করি। পরে নথি উদ্ধার করে মাইক্রোবাসহ ক্যাম্পাসে নিয়ে এসেছি। প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পরেই সেটা খুলে দেওয়া হয়েছে।
/লিমন/মেহেদী/