ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

দুর্নীতির দায় নিয়ে পদত্যাগ করলেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ

সোহরাওয়ার্দী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ১১ আগস্ট ২০২৪   আপডেট: ১৯:৩৮, ১১ আগস্ট ২০২৪
দুর্নীতির দায় নিয়ে পদত্যাগ করলেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ

শিক্ষার্থীদের তোপের মুখে নিজের করা সব দুর্নীতির দায় স্বীকার করে পদত্যাগ করলেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহসীন কবির। রোববার (১১ আগস্ট) বেলা পৌনে ১টার দিকে শিক্ষার্থীদের দেওয়া পদত্যাগপত্রে সাক্ষর করেন তিনি।

শিক্ষার্থীদের দেওয়া পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছিল, আমি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মহসিন কবির দয়িত্বকালে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত থেকে কলেজের শিক্ষার মান এবং অবকাঠামোগত উন্নয়ন না করে বরং একচ্ছত্র আধিপত্য বিস্তার করে অপরাজনীতি বন্ধ করতে না পারার ব্যার্থতার দায় মাথায় নিয়ে সেচ্ছায়, সজ্ঞানে পদত্যাগ করছি।

কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের দেওয়া পদত্যাগপত্রে স্বাক্ষর শেষে কলেজে গাড়ীতে করে বের হয়ে যান বলে জানা গেছে। 

আরো পড়ুন:

এসময় কলেজের শিক্ষার্থীরা বলেন, একজন দুর্নীতিবাজের কাছ থেকে কলেজটা রক্ষা পেলো। তিনি (অধ্যক্ষ) কলেজের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি করতেন। পরীক্ষার সময় অতিরিক্ত ফি আদায়, তার চলাচলের জন্য ব্যবহারিত গাড়ির খরচ আমাদের থেকে নেওয়াসহ নানা দূর্নীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তার পদত্যাগে আমরা অনেক খুশি। তার মতো এমন অধ্যক্ষ আমাদের কলেজে আর কখনো না আসুক, এটাই কাম্য।

/ইয়াছিন/মেহেদী/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়