ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

ঢাবির দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের গ্রাফিতি

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ১১ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:৫১, ১২ আগস্ট ২০২৪
ঢাবির দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের গ্রাফিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত রোড, টিএসসি, কলাসহ বিভিন্ন ভবনের দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন কার্যক্রম পরিচালনা করছেন সাধারণ শিক্ষার্থীরা। রঙতুলির মাধ্যমে ফুটিয়ে তুলছেন প্রতিবাদ, সাম্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেম।

শিক্ষার্থীদের এ কার্যক্রমের মাধ্যমে বোঝানো হচ্ছে এই বাংলাদেশ সবার। কোনো স্বৈরাচারের ঠাঁই নেই এ দেশে। ছাত্র সমাজ একতাবদ্ধ হয়েছে সব অনিয়মের বিরুদ্ধে।

রোববার (১১ আগস্ট) সরেজমিনে ঘুরে দেখা গেছে, ছাত্র ইউনিয়নের আঁকা গ্রাফিতি ও দেওয়াল লিখন ছাত্র রাজনীতি প্রচার করায় তা মুছে ফেলা হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসে কোনো প্রকার ছাত্র রাজনীতি থাকবে না।

সাধারণ শিক্ষার্থী ছাত্ররা বলেন, ছাত্র ইউনিয়নসহ সব রাজনৈতিক ছাত্র সংগঠনের গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে হবে।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মোহাম্মদ রায়হান বলেন, আমরা ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চায়। দেয়ালে লেখা দলীয় নাম ও স্লোগান মুছে ফেলা হচ্ছে।

মনোবিজ্ঞান বিভাগের ছাত্র দিগন্ত সরকার গ্রাফিতি অঙ্কন নিয়ে জানান, তারা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অর্থায়নে গ্রাফিতি ও দেয়াল লিখন কার্যক্রম চালাচ্ছেন। তাদের সঙ্গে যুক্ত আছেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থীরা দেয়াল লিখন কর্মসূচিতে অংশ নিয়েছে। তাদের রঙতুলিতেও ফুটে উঠছে বিদ্রোহ, সাম্য ও স্বাধীনতার জয়গান।

দেয়ালে ফুটে উঠেছে- শহীদের রক্ত, হবে নাকো ব্যর্থ. শিক্ষক রাজনীতি নিপাত যাক, মেধা পাচার থেমে যাক, চলো রাষ্ট্র সংস্কার করি, কিসের হুংকার, তব ছন্নছাড়া হাহাকার এ গগন ইত্যাদি স্লোগান।

/রনি/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়