ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

বাকৃবি প্রশাসনে পদত্যাগের হিড়িক

বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ১১ আগস্ট ২০২৪  
বাকৃবি প্রশাসনে পদত্যাগের হিড়িক

উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী

আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পদত্যাগের হিড়িক পড়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীসহ ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ, উচ্চশিক্ষা কো-অর্ডিনেটর, ছাত্রবিষয়ক উপদেষ্টা ও সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা, পরিবহন শাখার পরিচালক ও প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেছেন।

রোববার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।

আরো পড়ুন:

তিনি জানান, গত ৫ আগস্ট সরকার পতন হলে ওইদিন বিকালেই প্রক্টরিয়াল বডি পদত্যাগ করে। আজ (১১ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীর পদত্যাগের পর অন্যান্যদের পদত্যাগের বিষয়টি সামনে আসে।

/লিখন/মেহেদী/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়