ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

‘লেজুড়বৃত্তিক ছাত্র-রাজনীতি বন্ধ করে রাকসু সচল করা হবে’

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ১১ আগস্ট ২০২৪  
‘লেজুড়বৃত্তিক ছাত্র-রাজনীতি বন্ধ করে রাকসু সচল করা হবে’

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধ করে রাকসু সচল করা হবে বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

রোববার (১১ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে বিশ্ববিদ্যালয় প্রাধ্যক্ষ পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন সমন্বয়করা।

এ সময় তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত হওয়ার পর দ্রুত সময়ের মধ্যেই রাকসু সচল করা হবে। ক্যাম্পাসে কোনো লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠনকে রাজনীতি করতে দেওয়া হবে না। বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন নেই। এই সুযোগে যেন কোনো লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠন হলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং শিক্ষার্থীরা নিরাপদে হলে অবস্থান করতে পারে, সে জন্য আমরা হল প্রশাসনে সঙ্গে আলোচনায় বসি। হল প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা সাতটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে হোসেন শহিদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন সমন্বয়কগণের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে হওয়া সিদ্ধান্তগুলো তুলে ধরেন।

সিদ্ধান্তগুলো হলো- এখন থেকে শুধু হলের বৈধ আবাসিক শিক্ষার্থীরা হলে থাকতে পারবেন। ইতোপূর্বে যে সব শিক্ষার্থী আবাসিকতা ছাড়াই হলে অবস্থান করছিলেন, তাদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হলো। হলে কোনো ধরনের রাজনৈতিক ব্লক থাকবে না, সিট বরাদ্দ না দেওয়া পর্যন্ত রাজনৈতিক ব্লকে কেউ প্রবেশ করতে পারবে না এবং চিহ্নিত কক্ষগুলো সিলগালা করা থাকবে। হলে আবাসনের নিয়ম ব্যতিরেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ যে কোনো রাজনৈতিক পরিচয়ে হলে আবাসন কিংবা কোনো ধরনের বাড়তি সুযোগ-সুবিধা ভোগ করা যাবে না। হলের কক্ষে বা করিডোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ কোনো ধরনের ক্ষমতার পরিচয় প্রকাশ করে এমন কোনো লেখা, ব্যানার, ফেস্টুন, লিফলেট ইত্যাদি প্রদর্শন করা যাবে না। হলে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং হলের অভ্যন্তরে কোনো ধরনের রাজনৈতিক মিছিল, মিটিং, শো-ডাউন করা যাবে না।

এ সময় বিশ্ববিদ্যালয়ের হলগুলোর প্রাধ্যক্ষসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সমন্বয়কগণ উপস্থিত ছিলেন।

/ফাহিম/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়