ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ঢাকা ও রাজশাহী কলেজ অধ্যক্ষের পদত্যাগ

ঢাবি ও রাজশাহী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ১২ আগস্ট ২০২৪   আপডেট: ২০:১১, ১২ আগস্ট ২০২৪
ঢাকা ও রাজশাহী কলেজ অধ্যক্ষের পদত্যাগ

অধ্যাপক মোহাম্মদ ইউসুফ ও অধ্যাপক মোহা. আব্দুল খালেক (ডানে)

শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটামে ঢাকা কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদত্যাগ করেছে। এছাড়া শিক্ষার্থীদের তোপের মুখে আজ রাজশাহী কলেজের অধ্যক্ষও পদত্যাগ করেছেন।

জানা গেছে, ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ সোমবার (১২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র প্রেরণ করেন। একইসঙ্গে কলেজটি উপাধ্যক্ষ এ টি এম মইনুল হোসানও পদত্যাগপত্র প্রেরণ করেন। এর আগে, তারা সম্মিলিতভাবে পদত্যাগের ঘোষণা দেন।

কলেজের অধ্যক্ষ তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, গত ৬ আগস্ট থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ ও উপাধ্যক্ষর পদত্যাগের দাবিতে আন্দোলন করছে। এ পরিস্থিতিতে আমি আর ঢাকা কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করতে চাচ্ছি না। সচিবের কাছে দ্রুত অন্য কোনো কর্মস্থলে পদায়ন বা বদলীর ব্যবস্থা গ্রহণ করার আবেদন করছি।

আরো পড়ুন:

অপর পদত্যাগপত্রে কলেজটির উপাধ্যক্ষ এ.টি.এম মইনুল হোসান প্রায় একই কথা উল্লেখ করে অন্য কোনো কর্মস্থলে পদায়ন বা বদলীর ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানান।

এর আগে, ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও হল প্রাধ্যক্ষদের পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে। রোববার (১১ আগষ্ট) কলেজ প্রশাসনের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করেন।

অন্যদিকে, শিক্ষার্থীদের তোপের মুখে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহা. আব্দুল খালেকও পদত্যাগ করেছেন। এদিন দুপুর ১২টায় অধ্যক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর এ আবেদন জমা দেন। তবে সরকারি চাকরিজীবী হওয়ায় সরাসরি পদত্যাগ করলে চাকরি থেকে অব্যহতি নিতে হবে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ে অন্যত্র বদলির আবেদন করেছেন।

অধ্যক্ষ তার আবেদনে লেখেন, লিভার ডিজিজ (সিএলডি) ও ডায়াবেটিস অসুখে আক্রান্ত এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ গ্রহণ করি। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কলেজ পরিচালনায় অত্যাধিক মানসিক চাপ অনুভব করায় আমার শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, যা একজন সিএলডি আক্রান্ত রোগীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় আমি রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগ অথবা রাজশাহী মহানগরীর যে কোনো সরকারি কলেজের অর্থনীতি বিভাগে সংযুক্ত হিসেবে পদায়ন পেতে ইচ্ছুক।

এর আগে, আন্দোলনকারী শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগানে পদত্যাগের দাবিতে অধ্যক্ষকে কার্যালয়ে অবরুদ্ধ করেন। পদত্যাগপত্রে স্বাক্ষর করার পর শিক্ষার্থীরা তাকে অবরোধ মুক্ত করেন।

/রনি/দুর্জয়/মেহেদী/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়