শেখ হাসিনার বিচার দাবিতে ঢাবিতে বিক্ষোভ
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ সমাবেশ করেছে। সোমবার (১২ আগস্ট) বিকাল ৪টার দিকে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে যোগ দেন ঢাবিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা- ‘খুনি হাসিনার বিচার চাই’, ‘গেস্ট রুম, গণরুম চলবে না’, ‘ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না’সহ প্রভৃতি স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশ গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আকতার হোসেন বলেন, শেখ হাসিনা দেশ থেকে বিদায় নিয়েছেন। কিন্তু তার মন থেকে ফ্যাসিবাদ বিদায় নেয়নি। এ দেশের মানুষের বিরুদ্ধে তিনি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছেন। ছাত্র জনতা এই ফ্যাসিবাদী হাসিনা ও আওয়ামীদের রুখে দিবে। দেশের বিভিন্ন জায়গায় এরা সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, আমরা এখানে বক্তব্য দিতে আসিনি, আমরা আপনাদের সতর্ক করতে এসেছি। আমরা ২০২৪ সালে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছি। এ স্বাধীনতার সূচনা হয়েছে মাত্র। দুদিন পূর্বে (৯ আগস্ট) ষড়যন্ত্রকারীরা বিচার বিভাগীয় ক্যু করার চেষ্টা করেছিল, আমরা তা রুখে দিয়েছি। দেশের ছাত্র নাগরিক এখন এক হয়েছে, আপনাদের ক্যু কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে।
সমাপনি বক্তব্যে বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ বলেন, আমরা আজ এক উপদেষ্টাকে দেখেছি খুনিদের পুনর্বাসন করার বক্তব্য দিতে। উপদেষ্টাদের মনে করিয়ে দিতে চাই, বক্তব্য দেওয়ার আগে যেন আপনার ৫ আগস্টের গণভবনের চিত্রটি মাথায় থাকে। যারা খুনি হাসিনাকে পুনর্বাসন করতে চান, আমরা ছাত্র জনতারা যেভাবে তাদের উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে গদি থেকে তুলে ফেলা হবে। যারা খুনিদের পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের বিষ দাঁত ভেঙে দেওয়া হবে।
তিনি গণমাধ্যমকর্মীদের সাধারণত শিক্ষার্থী ও জনমানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদের উৎখাত করতে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য।
/রনি/মেহেদী/