ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সমন্বয়কদের সঙ্গে সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ১২ আগস্ট ২০২৪  
সমন্বয়কদের সঙ্গে সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়

সাতক্ষীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) বেলা ১২টায় জেলা পুলিশের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, মোহাইল মাহদিন, সোহান সাইদ সাদ্দাম, মুবাশ্বির ফয়সাল, রিফাত আহমেদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, দুই একজন খারাপ মানুষের জন্য পুরো পুলিশ বাহিনীকে দায়ী করা যায় না। সারাদেশে ১০ হাজার পুলিশ খারাপ পাওয়া যাবে না। যুব সমাজ যদি রুখে দাঁড়ায় সবই সম্ভব। ছাত্র আন্দোলনেই অনেক সরকার পুড়ে ছারখার হয়ে গেছে। ছাত্রদের খেয়াল রাখতে হবে, আন্দোলনের সফলতা যেন হাইজ্যাক না হয়ে যায়।

তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে ক্রমান্বয়ে দেশকে এগিয়ে নিতে হব। ধর্মীয় বিভেদ ভূলে আমরা বাংলাদেশী, এটা সবার মনে রাখতে হবে। আমাদের কেউ যেন বিভেদ না করতে পারে। মন্দির যেভাবে পাহারা দেওয়া হচ্ছে, একইভাবে মসজিদ-প্যাগোডা পাহারা দিতে হবে। স্রষ্টার বাগানকে স্রষ্টাই সাজিয়েছেন। এ বাগানকে নষ্ট হতে দেওয়া যাবে না। আমি যতদিন পুলিশ সুপার হিসেবে দায়িত্বে আছি, সাতক্ষীরার মানুষের জন্য কাজ করে যাব।

তিনি আরও বলেন, পুলিশকে দেখে যেন মানুষ শ্রদ্ধা করে সেই কাজ করার জন্য পুলিশ সদস্যরা শপথ নিয়েছে। দেশে স্বাধীন পুলিশ কমিশন খুবই প্রয়োজন। কমিশন হলে কোনো পেশি শক্তি পুলিশকে ব্যবহার করতে পারবে না। পুলিশ সুপার সৎ হলে থানার পরিদর্শক, উপ-পরিদর্শক সবাই ভয়ে থাকতো। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ করলে, জনগণের সেবক হিসেবে পরিচয় পাবে।

এসময় আন্দোলনে যে সব পুলিশ কর্মকর্তা অতিউৎসাহী হিসেবে কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, দেশ স্বাধীন হয়েছে। পুলিশকে থানায় দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমরা পুলিশকে সকল পর্যায়ের সহযোগিতা দিব। জেলায় মাদকদ্রব নিয়ন্ত্রণে পুলিশের কাজ করতে হবে।

সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,  অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালহা জুবায়ের, আনছার আব্দুল্লাহ আনিছুর, মোহনী তাবাসসুম, শোভন সরকার আফজাল, রাকিবুল ইসলাম, ওয়ালিউল্লাহ প্রমুখ।

/শাহীন/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়