ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

নোবিপ্রবি উপাচার্যসহ ৩ কর্তাব্যক্তির কুশপুত্তলিকা দাহ

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ১২ আগস্ট ২০২৪  
নোবিপ্রবি উপাচার্যসহ ৩ কর্তাব্যক্তির কুশপুত্তলিকা দাহ

নোয়াখালী  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড.আব্দুল বাকী ও রেজিস্ট্রার মো.জসিম উদ্দীনের পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১২ আগস্ট) বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর প্রদক্ষিণ করে উপাচার্য বাংলোর দিকে যায়। সেখান থেকে প্রশাসনিক ভবনের সামনে এসে বিভিন্ন ব্যাঙ্গাত্মক স্লোগানে উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, যেখানে পুরো দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিরা শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার এখনো পদত্যাগ না করে নির্লজ্জতার প্রমাণ দিচ্ছেন। তাদের ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বণি ইয়ামিন বলেন, উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে ইতোমধ্যে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করতেছি। আজ তাদের কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ সমাবেশ করেছি। তারা অনেকদিন ধরে ক্যাম্পাসে আসেন না। তারা যদি আমাদের বর্তমান কর্মসূচির পরও পদত্যাগ না করেন, আমরা আরও কঠোর হবো।

/ফাহিম/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়