ঢাকা     সোমবার   ২১ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৮ ১৪৩২

বুটেক্স সংস্কারে আলোচনা: ৭০ শতাংশ দাবি বাস্তবায়নযোগ্য বললেন উপাচার্য

বুটেক্স সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ১৪ আগস্ট ২০২৪   আপডেট: ২০:৫৫, ১৪ আগস্ট ২০২৪
বুটেক্স সংস্কারে আলোচনা: ৭০ শতাংশ দাবি বাস্তবায়নযোগ্য বললেন উপাচার্য

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সংস্কারের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের উত্থাপিত দাবি আদায়ে শিক্ষক–শিক্ষার্থী তৃতীয় দফায় আলোচনা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানসহ রেজিস্ট্রার, প্রক্টর, হল প্রাধ্যক্ষ ও বিভিন্ন বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

শুরুতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ধাপে ধাপে তাদের দাবিগুলো উপস্থাপন করেন। প্রশাসনিক, অ্যাকাডেমিক ও অবকাঠামোগত এই তিনটি প্রধান ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের দাবি পেশ করেন। তন্মধ্যে অ্যাকাডেমিক সংস্কারের দাবিতে অটোমেশন, ক্লাস সংস্কার ও পরীক্ষা পদ্ধতি সংস্কার নিয়ে বিশেষভাবে শিক্ষার্থীরা দাবি তুলে ধরেন।

এছাড়াও সামগ্রিক দাবিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের টেকনিক্যাল ক্যাডার, আন্তর্জাতিক কনফারেন্স, জব ফেয়ার, কনভোকেশন ও শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী এবং ন্যায়সংগত দাবি না মানা সাপেক্ষে প্রশাসনের পদত্যাগ চান বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

আলোচনায় দাবি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় উপাচার্য শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেন, এসব দাবির ৭০ শতাংশ বাস্তবায়নযোগ্য। এক্ষেত্রে শিক্ষার্থীদের কমিটি গঠন করে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হলো। শিক্ষার্থীদের এসব কমিটি প্রশাসনের সঙ্গে কাজ করবে। এতে কাজের স্বচ্ছতা নিশ্চিত হবে।

/সাজ্জাদ/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়