১৫ আগস্ট শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান রাবি সমন্বয়কদের
রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রতিবিপ্লব ঠেকাতে ‘রেজিস্ট্যান্স উইক’ এর অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদ। এতে নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় ১৫ আগস্ট শিক্ষার্থীদের সজাগ থাকার আহবান জানান সমন্বয়করা।
বুধবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় নগরীর তালাইমারি মোড় এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবি জানান সমন্বয়করা।
এসময় ‘টুঙ্গিপাড়ার গোলাপি, আর কত কাল জ্বালাবি‘, ‘তোমার আমার জান নিতে, খুনি এখন দিল্লিতে‘, ‘বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই‘, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই‘, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই‘, ‘ভারতের দালালরা, হুশিয়ার সাবধান‘, ‘হৈহৈ রৈরৈ শেখ হাসিনা গেলি কই‘, ‘জালোরে জালো, আগুন জালো‘, ‘হিন্দু মুসলিম ভাই ভাই‘, ‘খেলা খেলা হবে, রাজপথে খেলা হবে’সহ নানা স্লোগান দিতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এদিকে, চলমান আন্দোলনে রাজশাহীতে যারা শহিদ হয়েছেন তাদের স্মরণে সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করেন শিক্ষার্থীরা।
আন্দোলনে অংশ নিয়ে রাবি সাবেক শিক্ষার্থী রাশেদ রাজন বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে যে নাটক সাজানো হচ্ছে, তার বিরুদ্ধে কেন্দ্র ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে আজ আমরা এখানে অবস্থান নিয়েছি। আমরা ছাত্রসহ সব জনসাধারণকে এ আন্দোলনের সঙ্গে যুক্ত করছি। কারণ ছাত্রলীগ- যুবলীগের বিশাল একটা অংশ ব্যাপক অস্ত্রসহ এখনও দেশে রয়ে গেছে। তারা যেকোনো সময় হামলা চালাতে পারে বলে আমরা গোপন তথ্যে জানতে পেরেছি। সে জন্য আমরা সবাইকে সতর্ক করছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ১৫ই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ এদেশে যে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে, তা জনগণ বুঝে গেছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিদেশের মাঠিতে বসে দেশকে নিয়ে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। আমরা সবাই সতর্ক থেকে সব ধরনের নৈরাজ্য রুখে দিব। আগামীকাল ১৫ আগাস্ট শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।
/ফাহিম/মেহেদী/