ঢাকা     সোমবার   ২১ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৮ ১৪৩২

আন্দোলনে শহিদের স্মরণে যবিপ্রবিতে বৃক্ষরোপণ

যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ১৭ আগস্ট ২০২৪  
আন্দোলনে শহিদের স্মরণে যবিপ্রবিতে বৃক্ষরোপণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। একই সঙ্গে তাদের এ উদ্যোগের মাধ্যমে যবিপ্রবি ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

শনিবার (১৭ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবন সংলগ্ন রাস্তার পাশে আম, কাঁঠাল, লটকন, কদবেল, কামরাঙ্গা,আতা, গাব, কামিনী, জাম, কদমসহ অন্তত ৫০টি ফলদ বৃক্ষরোপণ করা হয়।

এতে অংশ নেওয়া শিক্ষার্থী মো. জালিস মাহমুদ বলেন, শহিদ আবু সাঈদের বাবার দাবি অনুযায়ী আমরা ভাস্কর্য না বানিয়ে তাদের স্মরণে এ বৃক্ষরোপণ ও জনসেবামূলক কাজ করে যাচ্ছি। আমাদের এই মহৎ কাজের মাধ্যমে সব সময় শহিদদের স্মরণ করে রাখতে চাই এবং শহিদদের স্মরণে আমরা ক্যাম্পাসকে সবুজায়ন করতে চাই। সে জন্য আমরা ক্যাম্পাসের ভিতরে ও বাইরে সব মিলিয়ে অন্তত ১৫০টির মতো গাছ লাগানোর চেষ্টা করছি।

বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মাসুম বিল্লাহ বলেন, আমাদের ক্যাম্পাস ছোট হলেও এখানে গাছের পরিমাণ খুবই কম। গাছ লাগানোর জন্য যথেষ্ট জায়গা রয়েছে। এমনিতেই যশোরের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এর বড় কারণ হলো গাছ সংকট। তাই আমরা নিজেরাই টাকা উঠিয়ে ২৪ এর স্বাধীনতা আনতে যারা যারা প্রাণ দিয়েছেন, তাদের স্মরণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। যাতে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তার একটা স্মৃতি আমাদের হাত দিয়েই এই ক্যাম্পাসে থাকে। 

এ কর্মসূচিতে সুমন আলি, জালিস মাহমুদ, মাসুম বিল্লাহ, আল শাহরিয়ার, ইমরান ফকির, সজিব বৈদ্য, প্রমুখ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/ইমদাদুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়