ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

আগামীকাল থেকে জবিতে সশরীরে ক্লাস শুরু

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ১৭ আগস্ট ২০২৪  
আগামীকাল থেকে জবিতে সশরীরে ক্লাস শুরু

বৈষম্যবিরোধী আন্দোলনের পর শিক্ষার্থীদের দাবি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামীকাল রোববার (১৮ আগস্ট) থেকে সশরীরে ক্লাস শুরু হতে যাচ্ছে। এর আগে, আন্দোলনের কারণে গত ১৭ জুলাই থেকে জবি বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৭ আগস্ট) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জাহিদ আলম সশরীরে ক্লাস ও পরীক্ষাসহ সব শিক্ষা কার্যক্রম চলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনেকদিন ক্যাম্পাস বন্ধ থাকার পর আগামীকাল রোববার (১৮ আগস্ট) থেকে সব ধরনের শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। অনেক দ্বিধাদ্বন্দ্বের পর কোষাধ্যক্ষসহ সবার সঙ্গে কথা বলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

গত মঙ্গলবার উপাচার্যের কনফারেন্স রুমে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানালেও আজ জবির রেজিস্ট্রার দপ্তর থেকে আবারও জানানো হয়। 

এর আগে, অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। এমনকি বিভিন্ন বিভাগের শিক্ষকরাও অনলাইন ক্লাস না করানোর দাবি জানান। পরে সশরীরে ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

ক্লাস শুরুর বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী উর্মি আক্তার ঝিনুক বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে লম্বা সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমরা অ্যাকাডেমিক সব বিষয় থেকে দূরে আছি। বন্ধের আগে বেশিরভাগ বিভাগের চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা থাকলেও নেওয়া সম্ভব হয়নি। এতে করে যেমন পড়াশোনার ধারাবাহিকতা হারিয়েছে, তেমনি একঘেয়েমি চলে আসছে। এর জন্য আমাদের ক্লাসবান্ধব হতে হবে। তাই আমি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়াটা ইতিবাচকভাবে দেখছি। 

আশিকুর রহমান নামে আরেক শিক্ষার্থী বলেন, দীর্ঘসময় আমরা পড়াশোনার বাইরে আছি। আবার ক্লাস শুরু হওয়ায় ভালো লাগছে। কারণ আবার সব বন্ধুরা এক জায়গায় হতে পারবো। পড়াশোনার পরিবেশ আবার আগের মতো হয়ে যাবে।

এর আগে, গত এক মাসের বেশি সময় ধরে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ও শিক্ষকের সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রণয়ন নিয়ে আন্দোলন ও ক্লাস বর্জন কর্মসূচি পালনের জন্য বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়। শিক্ষকদের দাবি মেনে নিলেও তখন কোটা সংস্কার আন্দোলন সারা দেশব্যাপী ছড়িয়ে যায়। উদ্ভূত পরিস্থিতির কারণে দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে যাচ্ছেন শিক্ষার্থীরা।

/লিমন/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়