ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

যবিপ্রবি উপাচার্যের বাসভবন ও প্রশাসনিক ভবনে তালা

যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ১৭ আগস্ট ২০২৪  
যবিপ্রবি উপাচার্যের বাসভবন ও প্রশাসনিক ভবনে তালা

উপাচার্যসহ তার অনুসারীদের পদত্যাগের দাবিতে টানা‌ তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও ‘মার্চ টু প্রশাসনিক ভবন’ কর্মসূচি পালন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

এসময় আল্টিমেটাম মেনে উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, হল প্রাধ্যক্ষ, রিজেন্ট বোর্ড সদস্য ড. ইকবাল কবির জাহিদসহ উপাচার্যের সব অনুসারী পদত্যাগ না করায় যবিপ্রবির প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবনে তালা দেন শিক্ষার্থীরা।

শনিবার (১৭ আগস্ট) বেলা ১২টায় যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল ‘মার্চ টু প্রশাসনিক ভবন’ শুরু করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা উপাচার্যসহ,রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, প্রক্টর, হল প্রাধ্যক্ষ, রিজেন্ট বোর্ডের সদস্য ড. ইকবাল কবির জাহিদসহ উপাচার্যের সব অনুসারীদের পদত্যাগের জোর দাবি জানান।

এ বিষয়ে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মো. উসামাহ বলেন, আমাদের একটাই দাবি, আমরা এই স্বৈরাচার হাসিনা সরকারের মদদপুষ্ট দালাল ভিসি চাই না । কারণ উনি কখনোই শিক্ষার্থীবান্ধব উপাচার্য ছিলেন না‌। আমরা উপাচার্যসহ সব দালাল সিন্ডিকেটকেই বলতে চাই, আপনারা সসম্মানে অতিদ্রুত পদত্যাগ করুন।

ফিজিওথ্যারাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের শিক্ষার্থী মো. ফরিদ হাসান বলেন, এ ক্যাম্পাসে যে সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী দুর্নীতির মাধ্যমে চাকরি নিয়েছেন, তাদেরও অতিদ্রুত সসম্মানে পদত্যাগের দাবি জানাচ্ছি। শিক্ষার্থীদের পূর্ণ মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয় হলো একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়, তাই আমরা এ ক্যাম্পাসে কোনো প্রকার রাজনীতি চাই না । 

আ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মো. আকিব ইবনে সাইদ বলেন, পদত্যাগের বিষয়ে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। আমরা সেই দুর্নীতিবাজ শিক্ষকদেরকেও ছাড় দেব না, যারা ডিনস কমিটিতে বসে শিক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণ করেছে, শিক্ষার্থীদের পরীক্ষার খাতায় আধিপত্য দেখায়। আজ শিক্ষার্থীরা রাজপথে তাদের আধিপত্য দেখাবে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কারও বিরুদ্ধে কোনো দুর্নীতির খোঁজ পাওয়া গেলে, তাকে ছেড়ে দেবে না শিক্ষার্থীরা।

এর আগে, গত বুধবার (১৪ আগস্ট) বিক্ষোভ সমাবেশ থেকে যবিপ্রবি উপাচার্যকে শনিবারের মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেন সাধারণ শিক্ষার্থীরা।

/ইমদাদুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়