ক্লাসে ফিরেছেন রাজশাহী কলেজের শিক্ষার্থীরা
রাজশাহী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
তারুণ্যের দ্রোহ আর প্রাণঘাতি সংঘাতের দিন পেরিয়ে একমাস পর খুলছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। সেই সঙ্গে দীর্ঘদিন পর প্রাণচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজশাহী কলেজে।
রোববার (১৮ আগস্ট) সকালে কলেজ ক্যাম্পাস ঘুরে দেখা যায়, আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে ক্লাস করছে শিক্ষার্থীরা। শুরু হয়েছে পাঠদান। যদিও শ্রেণিকক্ষে শিক্ষার্থী উপস্থিতি কিছুটা কম। তবুও কলেজে ফিরতে পেরে খুশি তারা।
এদিকে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করেছে কলেজ প্রশাসন। কলেজের প্রবেশ পথগুলোতে বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জার ইউনিটের সহযোগিতায় দেওয়া হচ্ছে অতিরিক্ত নিরাপত্তা ।
কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নুসরাত নাইম সাজিয়া বলেন, প্রায় একমাস পর আজ কলেজে ক্লাস হলো। অভিজ্ঞতা আর কৌতুহল দুটো নিয়েই একটা রোমাঞ্চকর অনুভূতি কাজ করছিল। শুরুতেই পরিবর্তনগত এক ঘটনার সম্মুখীন হলাম। বিগত দিনে কলেজে যেতে আইডি কার্ড শো করার দরকার পড়েনি। কিন্তু আজ দেখলাম আইডি কার্ড ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। সুন্দরভাবে ক্লাস হলো। প্রাণের ক্যাম্পাসে আজ যেন নতুন করে নিজেকে খুঁজে পেলাম। সত্যিই অনেকদিন পর এত সুন্দর সময় কাটালাম। আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম ক্লাসে ফেরার, আজ আসতে পেরে সত্যি খুব ভাল লাগছে।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মারুফ আহমেদ বলেন, আসলে চলমান পরিস্থিতিতে সবকিছু প্রায় থমকে ছিল। তবে আজ ক্লাস খুলে দেওয়ায় খুব ভালো লাগছে। আমরা চায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট কমে যাক এবং আমরা যথাসময়ে আমাদের কোর্সগুলা করতে পারি।
গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জুনায়েদ আহমেদ বলেন, অনেকদিন পর নিজ ক্যাম্পাসে এসেছি, এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে। অনেকদিন ধরে বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা দিতে পারিনি, গল্প করতে পারিনি। আজ কলেজে আসতে পেরে অনেকটাই ভালো লাগছে।
রাজশাহী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী বলেন, আমরা শিক্ষার্থীদের আইডি কার্ড সঙ্গে আনার জন্য নোটিশ দিয়েছিলাম। আমাদের শিক্ষার্থীরা সবাই আইডি কার্ড ও স্টুডেন্ট কপি দেখিয়ে কলেজে প্রবেশ করেছে এবং কলেজে কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
/দুর্জয়/মেহেদী/