ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

খুবি উপাচার্য পদত্যাগ করলে অনশন করবেন শিক্ষার্থীরা

খুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ১৮ আগস্ট ২০২৪   আপডেট: ২৩:০২, ১৮ আগস্ট ২০২৪
খুবি উপাচার্য পদত্যাগ করলে অনশন করবেন শিক্ষার্থীরা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য ড. মাহমুদ হোসেনের পদত্যাগ চান না শিক্ষার্থীরা। উপাচার্য পদত্যাগ করলে তারা অনশনে বসবেন বলে ঘোষণা দিয়েছেন।

রোববার (১৮ আগস্ট) বিকাল ৪টার দিকে উপাচার্যের পদত্যাগ রোধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তার পদত্যাগ ঠেকানোর দাবি জানান।

শিক্ষার্থীরা জানান, বিভিন্ন সূত্র থেকে তারা জানতে পারেন, একটি মহল উপাচার্যকে সরিয়ে দেওয়ার জন্য সক্রিয় হয়ে উঠেছে এবং আজ বিকেলের মধ্যে তিনি পদত্যাগ করতে পারেন। এ খবরে উদ্বিগ্ন হয়ে তারা দ্রুত প্রশাসনিক ভবনে এসে অবস্থান নিয়েছেন।

তারা আরও জানান, উপাচার্য পদত্যাগ করলে সেই মুহূর্ত থেকে তারা অনশন কর্মসূচি শুরু করবেন। 

বিক্ষোভের এক পর্যায়ে উপাচার্য ড. মাহমুদ হোসেন প্রশাসনিক ভবন থেকে বের হয়ে শিক্ষার্থীদের সামনে আসেন এবং তাদের শান্ত থাকতে বলেন।

তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, আমার শিক্ষকতা ও প্রশাসনিক জীবনের অনেক পাওয়ার মধ্যে তোমাদের আজকের এ দাবি একটি বড় পাওয়া। তবে আমি উপাচার্য হিসেবে একটি দলের সঙ্গে কাজ করি। যে কোনো সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই সেই দলের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিতে হবে। ততক্ষণ পর্যন্ত আমি উপাচার্য হিসেবে আছি। তোমাদের এটুকু বলে দিতে চাই, আমি কোনোদিন কারো কথায় দমে গিয়ে কোনো সিদ্ধান্ত আজ পর্যন্ত নিই নাই, সামনেও নেবোনা।

পরে উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে উপাচার্যের পক্ষে স্লোগান দিতে থাকেন।

/হাসিব/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়