ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

সশরীরে ক্লাস নিতে প্রস্তুত কুবি শিক্ষকরা

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ১৮ আগস্ট ২০২৪  
সশরীরে ক্লাস নিতে প্রস্তুত কুবি শিক্ষকরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা চাইলে সশরীরে ক্লাস নিতে প্রস্তুত শিক্ষকরা। রোববার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ডিনবৃন্দের সঙ্গে কথা বলে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

ডিনবৃন্দ জানান, প্রত্যেকটি অনুষদের ডিনই সশরীরে পাঠদানের ব্যাপারে অনানুষ্ঠানিক আলোচনা করেছেন। এমনকি প্রত্যেকটি বিভাগ অফলাইন এবং অনলাইন অর্থাৎ শিক্ষার্থীদের চাওয়ার ওপর ভিত্তি করে পাঠদান প্রদানের জন্য প্রস্তুত। শিক্ষার্থীদের ব্যাচভিত্তিক সিদ্ধান্ত শ্রেণি প্রতিনিধির মাধ্যমে দায়িত্বরত কোর্স শিক্ষককে অবহিত করবে। ওই সিদ্ধান্ত অনুযায়ীই সাময়িক সময়ের জন্য শ্রেণি কার্যক্রম চলবে।

তারা আরও জানান, শিক্ষার্থীরা যেহেতু দাবি জানাচ্ছে, এ দাবির প্রেক্ষিতে শিক্ষকরাও সশরীরে ক্লাস নিতে প্রস্তুত। শিক্ষার্থীরা চাইলে আগামী পরশু (মঙ্গলবার) থেকেই সশরীরে ক্লাস করতে পারবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিন বলেন, আমরা বিভাগীয় প্রধানদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেছি। শিক্ষার্থীদের উপস্থিতির হার সন্তোষজনক হলে আগামীকাল থেকেই ক্লাস নিবেন শিক্ষকরা।

উল্লেখ্য, গত ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেট সভায় গত ১২ আগস্ট থেকে অনলাইনে ক্লাস এবং ২৫ আগস্ট শুরু হবে সশরীর ক্লাস ও পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

/এমদাদুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়