ঢাকা     বুধবার   ১৬ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৩ ১৪৩২

ঢাবি অধ্যাপক বাছিরের কক্ষে শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ১৯ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:২২, ১৯ আগস্ট ২০২৪
ঢাবি অধ্যাপক বাছিরের কক্ষে শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির পদত্যাগ করেছেন। সোমবার (১৯ আগস্ট) দুপুরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তিনি পদত্যাগে বাধ্য হন।

পদত্যাগপত্রে তিনি লেখেন, আমি নিম্ন স্বাক্ষরকারী আজ সোমবার (১৯ আগস্ট) কলা অনুষদের ডিন পদ থেকে অব্যাহতি নিচ্ছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।  

এদিকে, কোরআন তেলাওয়াত অনুষ্ঠানের আয়োজন নিয়ে আরবি বিভাগের সভাপতিকে শোকজ দেওয়ার প্রতিবাদে পদত্যাগের পরই ডিন অফিস কক্ষেই সংক্ষিপ্ত কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থীরা। কোরআন তেলাওয়াত শেষে দোয়া ও মোনাজাতে করেন শিক্ষার্থীরা।  এ সময় অধ্যাপক বাছিরকেও মোনাজাতে অংশ নিতে দেখা গেছে।

এবি জুবায়ের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, কলা অনুষদের ডিন আবদুল বাছিরকে পদত্যাগ করানো হয়েছে। তিনি যেহেতু কুরআন তেলাওয়াতের প্রোগ্রামে বাধা দিয়েছিলেন তাই তার রুমে কুরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত করা হয়েছে।  এটা অন্য সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাবির আরেক শিক্ষার্থী বলেন, পবিত্র রমজান মাসে বটতলায় পবিত্র কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান করার জন্য বাছির স্যার আমাদের প্রচণ্ড হেনস্তা করেছিলেন। আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন। তখন তাদের সুসময় ছিল বলে যা ইচ্ছা অত্যাচার করে গেছেন, ইসলামের প্রতি বিদ্বেষ করে গেছেন। কিন্তু এখন সময় পাল্টেছে, তার ক্ষমতা চলে গেছে। তার প্রতি প্রতিটি শিক্ষার্থীর মনে ক্ষোভ জমা ছিল। আজ তার পদত্যাগের মাধ্যমে সেটা কিছুটা হলেও প্রশমিত হয়েছে।

এর আগে, চলতি বছরের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে একটি কোরআন তেলাওয়াত অনুষ্ঠান আয়োজন করে শিক্ষার্থীরা। এরই জেরে আরবি বিভাগের সভাপতিকে শোকজ করে চিঠি দেন অধ্যাপক ড. আবদুল বাছির। এ ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি।

/রনি/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়