পদত্যাগ করলেন জাবি উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ
জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
অধ্যাপক শেখ মনজুরুল হক (বামে) ও অধ্যাপক রাশেদা আখতার
পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার।
সোমবার (১৯ আগস্ট) সকালে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র প্রেরণ করেন তারা।
পদত্যাগপত্রে উপ-উপাচার্য বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে জাবির উপ-উপাচার্য পদে আমাকে নিয়োগ প্রদান করা হয়। এ পদে যোগদানের পর থেকে আমি নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে যথাযথভাবে দায়িত্ব পালন করেছি। দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে আমি উপ-উপাচার্যের দায়িত্ব থেখে পদত্যাগ করছি।
অপরদিকে কোষাধ্যক্ষ উল্লেখ করেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে গত ২০২১ সালের ১০ আগস্ট আমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করা হয়। এ পদে যোগদান করার পর আমি নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে যথাযথভাবে দায়িত্ব পালন করেছি। দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে আমি কোষাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করছি।
এর আগে, রোববার (১৮ আগস্ট) উপ-উপাচার্য (প্রশাসন) শেখ মনজুরুল হক ও কোষাধ্যক্ষ রাশেদা আখতারের পদত্যাগ দাবিতে তাদের অফিস কক্ষে পদবীর নামফলক খুলে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হওয়া হামলায় প্রশাসনের ব্যর্থতা ও সংশ্লিষ্ঠতার অভিযোগ তুলে এ পদত্যাগের দাবি জানান তারা।
/আহসান/মেহেদী/