ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

পাবিপ্রবি-যবিপ্রবি প্রক্টরদের পদত্যাগ

পাবনা প্রতিনিধি ও যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ১৯ আগস্ট ২০২৪  
পাবিপ্রবি-যবিপ্রবি প্রক্টরদের পদত্যাগ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা ও ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মো. ইমরান হোসেন পদত্যাগ করেছেন।

এছাড়া শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পদত্যাগ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রক্টরিয়াল বডির সদস্যরা। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ ও উপাচার্যের একান্ত সচিব মো. আব্দুর রশিদও পদত্যাগ করেছেন।

জানা গেছে, সোমবার (১৯ আগস্ট) দুপুরে পাবিপ্রবি রেজিস্ট্রার বরাবর চিঠির মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন প্রক্টর ও ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। তারা উভয়ই পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে চিঠিতে উল্লেখ করেন ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের দাবির মুখে গত ১৪ আগস্ট সাবেক প্রক্টর ড. কামাল হোসেন ও ছাত্র উপদেষ্টা ড. মো.নাজমুল হোসেনকে সরিয়ে তাদের ওই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু পাঁচদিনের মাথায় তারা স্বেচ্ছায় পদত্যাগ করলেন। এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

এ বিষয়ে ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড.মো. ইমরান হোসেন বলেন, আমি আসলে এ পদে যোগ দিতে চাচ্ছিলাম না। তারপর ম্যাডাম আমাকে দিয়েছিলেন। কিন্তু আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণেই পদত্যাগ করেছি।

প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানার মুঠোফোনে সোমবার সন্ধ্যায় একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

এদিকে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পদত্যাগ পত্র জমা দিয়েছেন যবিপ্রবির প্রক্টরিয়াল বডির সব সদস্য, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ও উপাচার্যের একান্ত সচিব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবিব বলেন, আমি বিশ্বিবদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ও উপাচার্যের একান্ত সচিবের পদত্যাগপত্রের কপি পেয়েছি। তবে প্রক্টরিয়াল বডির পদত্যাগপত্র এখনও আমার কাছে আসেনি।

তবে প্রক্টরিয়াল বডির পদত্যাগের বিষয়ে সহকারী প্রক্টর মো. আক্তারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা প্রক্টরিয়াল বডি পদত্যাগপত্র জমা দিয়েছি।

এর আগে, সোমবার (১৯ আগস্ট) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল শুরু করে উপাচার্যের বাসভবন ও ডরমেটরি ঘুরে আবার প্রধান ফটকের সামনেই এসে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তারা উপাচার্য ও তার সকল দোষরদের পদত্যাগ দাবি করেন। পরে উপাচার্যের কুশপুত্তলিকাদাহ করে বিভিন্ন রকম স্লোগান দেন শিক্ষার্থীরা।

/শাহীন/ইমদাদুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়