মৌমিতা হত্যার প্রতিবাদে ববিতে সাংস্কৃতিক সন্ধ্যা
ববি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

ভারতের আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক মৌমিতা দেবনাথ হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে, গত ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের ডা. মৌমিতা দেবনাথকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনার পর সমগ্র ভারতসহ বহিঃবিশ্বেও বিক্ষোভ শুরু হয়। এরই প্রতিবাদে ববি শিক্ষার্থীরা সাংস্কৃতিক সন্ধার আয়োজন করেন।
এসময় শিক্ষার্থীদের হাতে ‘Stop violence to woman’, ‘সহিংসতা কে না বলি’, ‘তনু থেকে মৌমিতা বরিশাল থেকে কলকাতা’সহ নানা স্লোগান সম্বলিত প্লাকার্ড দেখা যায়।
শিক্ষার্থীরা জানান, আমরা চাই পৃথিবীর সব রাষ্ট্র নারীদের জন্য নিরাপদ হোক। আমরা আমাদের বোনের হত্যার বিচারের দাবি নিয়ে এখানে এসেছি।
ববির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও অন্যতম সংগঠক ভূমিকা সরকার বলেন, আমরা ক্যাম্পাস অভ্যন্তরে ও বরিশাল শহরে নারী স্বাধীনতা এবং নারীকে নিরাপদ একটি পরিবেশ নিশ্চিতের জন্যে এ কর্মসূচি পালন করছি। কলকাতায় যে কর্মসূচি চলছে, তার সঙ্গে তাল মিলিয়েই এ আয়োজনটা রেখেছি। আমাদের মুল কথা হচ্ছে, নিরাপদ একটি ক্যাম্পাস চাই, যেখানে নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবে। পৃথিবীর যেখানেই নারী অত্যাচারের ঘটনা ঘটবে, আমরা সোচ্চার কন্ঠে তার প্রতিবাদ জানাবো।
এ সময় উপস্থিত ছিলেন ববির শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা।
/সাইফুল/মেহেদী/